বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে কুষ্টিয়া জেলা তাঁতী লীগের বিক্ষোভ

0
86
বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে কুষ্টিয়া জেলা তাঁতী লীগের বিক্ষোভ


কুষ্টিয়া প্রতিবেদক: কুষ্টিয়া শহরের পাঁচ রাস্তা মোড়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মাণাধীণ ভাস্কর্য ভাঙার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে জেলা তাঁতীলীগ। রোববার ( ৬ ডিসেম্বর) বিকেলে তাঁতীলীগের নেতাকর্মীরা শহরের মহমপুর বনানী সিনেমা গলিতে জেলা তাঁতীলীগের কার্যালয়ের সামনে উপস্থিত হয়ে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেন। মিছিল শেষে পৌরসভার বিজয় উল্লাসে কুষ্টিয়ার নাগরিক পরিষদের উদ্যোগে বিশাল সমাবেশে যোগ দেন।

জেলা তাঁতীলীগের সভাপতি রুহুল আমিন ও সাধারন সম্পাদক হারুন অর রশীদ কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার ঘটনায় জড়িতদের বিচারের দাবি জানান।এ সময় ভাস্কর্যবিরোধীদেরকে প্রতিহত করার আহ্বান জানান তাঁতীলীগ নেতারা। জেলা তাঁতীলীগের সভাপতি রুহুল আমিন, সাধারন সম্পাদক হারুন অর রশীদ, সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক সরোয়ার হোসেন, যুগ্ম সাধারন সম্পাদক বিপুল হোসেন, শহীদু ইসলাম, সাংগঠনিক সম্পাদক মমনিুল ইসলাম বকুল তাতীলীগের আবু হাসান লিটনসহ জেলা ও উপজেলার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, শুক্রবার দিবাগত রাতের কোনো এক সময়ে কুষ্টিয়া শহরের পাঁচ রাস্তা মোড়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মাণাধীণ ভাস্কর্যের হাত ও মুখের অংশ ভাঙচুর করে দুর্বৃত্তরা। এ ঘটনায় চারজনকে আটক করেছে পুলিশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here