খালিদ হোসেন,বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁরবদল গাছীতে প্রচন্ড শীতে ইরি-বোর ধান রোপন নিয়ে ব্যস্ত সময় পার করছে উপজেলার কৃষকরা। উপজেলার ৮টি ইউনিয়নের বিভিন্ন এলাকার মাঠ ঘুরে দেখা যায় তারা জমিতে পানি দিয়ে হাল চাষ করে জমি তৈরীর করছে আবার কেউ কেউ চারা রোপন শুরু করেছে। উপজেলার সদর ইউপির গাবনা গ্রামের আব্দুল কুদ্দস,হেলাল হোসেন, সাইদুর রহমান,কোলা ইউপির পুখুরিয়া গ্রামেরআব্দুস সালাম,
ময়েন,রোস্তম আলী বলেন আমরা প্রচন্ড শীতের মধ্যে কষ্টকর অবস্থায় ইরি ধান রোপনের জন্য ব্যাস্থ সময় পার করতে হচ্ছে। পাহাড়পুর ইউপির কোচগাড়ী গ্রামের বাচ্চু মিয়া, আব্দুল জলিল আব্বাস আলী জবির উদ্দীন বলেন আমরা আগাম জাতের ধান রোপনকরা পুরো দমে শুরু করেছি। উপজেলা কৃষি অফিসার মোঃ হাসান আলী বলেন এবার সরকারী ভাবে ইরি-বোরো ধানের লক্ষ মাত্রা অজন নির্ধারন করা হয়েছে ১৩ হাজার ৩শ হেক্টর জমি, কৃষকেরা পুরোদমে রোপন শুরু করেছে। আমারা কৃষি অফিস থেকে কৃষকদের সবসময় সঠিক পরামর্শ দিয়ে যাচ্ছি।