বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর বদলগাছীতে প্রমিকের বিয়ের খবর পেয়ে প্রমিকা আত্মহত্যার
খবর পাওয়া গেছে। জানা যায় উপজেলার সদর ইউপির গাবনা গ্রামের সেন্টু মিয়ার ছেলে আবু সাইদ
এর দীর্ঘ দিন প্রেম সম্পর্ক চলছিল একয় গ্রামের সমসের আলীর কন্যা শারমিন আকতার (২০)
এলাকাবাসী বলেন বিয়ের প্রলোভন দিয়ে দৈহিক সম্পক ঘটায় সাইদ। এর এক পর্যায় গত ৪
ডিসেম্বর সাইদ অন্যস্তরে বিয়ে করে এখবর পেয়ে প্রমিকা শারমিন আকতার পরের দিন ৫ ডিসেম্বর
সবার অজান্তে বিষপান করে আত্মহত্যা করে।
পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তর জন্য নওগাঁ সদর হাসপাতালে পাটানো হয়েছে। বদলগাছী থানার অফিসার ইনর্চাজ চৌধুরী বলেন প্রেম সংকান্ত বিষয়ে শারমিন আত্মহত্যা করেছে লাশ পোষ্ট মর্টেমের জন্য নওগাঁ প্রেরণ করা হয়েছে। এবিষয়ে থানায় একটি ইউডি মামলা দায়ের হয়েছে।