খালিদ হোসেন (মিলু), বদলগাছী(নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর বদলগাছী উপজেলায় কর্মরত সকল সাংবাদিকের সঙ্গে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসা. আলপনা ইয়াসমিন এর সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে । সোমবার সকাল ১০টায় উপজেলা পরিষদ সভা কক্ষে পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।এসময় উপস্থিত ছিলেন বদলগাছী প্রেসক্লাবের সভাপতি আবু সাঈদ, সহ-সভাপতি শহিদুল ইসলাম দবির, সাধারণ সম্পাদক সানজাদ রয়েল সাগর, সাবেক সভাপতি ও সিনিয়র সাংবাদিক এমদাদুল হক দুলু, সাংগঠনিক সম্পাদক সাংবাদিক খালিদ হোসেন মিলু, সাংবাদিক রুবেল হোসেন, সাংবাদিক আবু জর গিফারী, সাংবাদিক শাকিল হোসেন, সাংবাদিক রানা হামিদ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক হাফিজার রহমান, শহিদুল, কাদের সহ উপজেলার সকল সাংবাদিক বৃন্দ ।
মতবিনিময় সভায় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসা. আলপনা ইয়াসমিন বলেন, বর্তমান ২য় দফায় করোনা মোকাবেলায় উপজেলাবাসীর মধ্যে স্বাস্থ্য সচেতনা বৃদ্ধি ও মানুষ যেন সামাজিক দুরত্ব বজায় রেখে দৈনন্দিন কাজকর্ম সম্পাদন করেন এবিষয়ে লিখনির মাধ্যমে ব্যাপক প্রচার প্রচারণার সার্থে সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। এ ছাড়া উপজেলার সমস্যা, সম্ভাবনা ও উন্নয়নে আইন-শৃঙ্খলা রক্ষায় উপজেলায় কর্মরত সাংবাদিকদের সহযোগিতা চান নবাগত ইউ এনও আলপনা ইয়াসমিন । পেশাগত দায়িত্ব পালনে সাংবাদিকদের অতীতের ন্যায় সার্বিক সহযোগিতার প্রত্যয়ব্যক্ত করেন তিনি।
