বশেমুরবিপ্রবিতে কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ করে বিজ্ঞপ্তি প্রকাশ

0
91
বশেমুরবিপ্রবিতে কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ করে বিজ্ঞপ্তি প্রকাশ

রিফাত ইসলাম,বশেমুরবিপ্রবি প্রতিনিধি: গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের যথাসময়ে বিশ্ববিদ্যালয়ের দপ্তরে উপস্থিত থাকা এবং নির্ধারিত সময়ে দপ্তর ত্যাগ করার জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করে বিশেষ ভাবে বলা হয়েছে।

গত ০২-১২-২০২০ রোজ বুধবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. আব্দুর রউফ এবং উপ-রেজিস্ট্রার মো. মোরাদ হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সংক্রান্ত তথ্য জানা যায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ে কর্মরত কর্মকর্তা-কর্মচারীগণ নির্ধারিত সময়ে অফিসে আসেন না এবং অফিসে এসে দপ্তরে না বসে এখানে সেখানে ঘোরাফেরা করেন, যা শৃঙ্খলা পরিপন্থী। এখন থেকে সকল কর্মকর্তা-কর্মচারীকে সকাল ৯টা থেকে ৯ টা ১৫ মিনিটের মধ্যে দপ্তরে উপস্থিত হতে এবং নির্ধারিত সময় শেষে দপ্তর ত্যাগে করতে হবে। বিশ্ববিদ্যালয়ের নিয়ম শৃঙ্খলা রক্ষা করা, দাপ্তরিক আইন মেনে চলা এবং সর্বোপরি বিশ্ববিদ্যালয়ের উন্নয়নের স্বার্থে এ বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে সাহায্য ও সহযোগিতা করার জন্য সকলকে বিশেষভাবে অনুরোধ করা হলো।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত রেজিস্ট্রার মো. আব্দুর রউফ বলেন, আমি যোগদানের পরেই লক্ষ্য করি কর্মকর্তা-কর্মচারীদের নিয়মিত দপ্তরে আসেন না। এজন্য তাদের একটা সতর্কতামূলক বার্তা দেওয়া হয়েছে। এরপরেও যদি কেউ নিয়ম লঙ্ঘন করেন তাহলে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কিউ এম মাহবুব বলেন, “আমরা যদি কারো বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগ পাই তাহলে অবশ্যই বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here