বাংলাদেশের উন্নয়নের হাতিয়ার হোক তথ্যপ্রযুক্তি

0
425

দৈনিক বার্তা ডেস্ক: ফরচুন ম্যাগাজিনের নির্বাচিত বিশ্বের বৃহত্তম ৫০০ কোম্পানির সিইওদের জন্য প্রযুক্তি পরিবর্তনের সঙ্গে তালমিলিয়ে চলা সবচেয়ে বড় চ্যালেঞ্জ এখন । প্রযুক্তি খুব দ্রুত পরিবর্তিত হচ্ছে এই পরিবর্তনের সঙ্গে যারা দ্রুত খাপ খাইয়ে নেবে তারাই এগিয়ে যাবে, আর যারা দেরি করবে তারা ছিটকে পড়বে। সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদনে জানা গেছে এইসব তথ্য ।

২০১৪ সালে জাতিসংঘ সাধারণ পরিষদে (ইউএনজিএ) মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রপতি বারাক ওবামা দেয়া ভাষণে বলেন, প্রযুক্তির প্রচলন ছড়িয়ে পড়ার সুবাদে আজকের দিনে জন্ম নেয়া শিশু তাদের আগের প্রজন্মের চেয়ে অনেক বেশি সুবিধা ভোগ করছে।

‘ডিজিটাল বাংলাদেশ’ গড়ে তুলতে আমাদের বর্তমান সরকার তথ্যপ্রযুক্তি খাতে যে সব পদক্ষেপ নিয়েছে তা শুধু শহরেই নয়, বরং জেলা-উপজেলা সদর ছাড়িয়ে প্রত্যন্ত গ্রামাঞ্চলেও তথ্যপ্রযুক্তি সেবা পৌঁছে দিয়েছে ।

বিশেষ করে ‘ইউনিয়ন তথ্যকেন্দ্র’ দেশব্যাপী গ্রামের মানুষকে সেবা দিয়ে চলেছে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের (আইসিটি) আওতায় ন্যাশনাল ডাটা সেন্টার তৈরিসহ তথ্যপ্রযুক্তি সংক্রান্ত নানা প্রকল্প ইতিমধ্যে বাস্তবায়িত হয়েছে। আরও কিছু বড় প্রকল্প বাস্তবায়নের কাজ চলছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here