জোবায়ের ফরাজী,বাগেরহাট প্রতিনিধি: মহান বিজয় দিবস ২০২০ উপলক্ষ্যে বাগেরহাট জেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডেমির যৌথ উদ্যোগে শিশুদের মাঝে চিত্রাঙ্কন, রচনা ও আবৃত্তি প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আযোজন করা হয়। ১৫ই ডিসেম্বর দুপুরে জেলা শিশু একাডেমি কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জেলা শিশু বিষয়ক কর্মকর্তা শেখ আসাদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) খন্দকার মোহাম্মদ রিজাউল করিম। এছাড়া,অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ডাঃ শেখ রিয়াদুজ্জামান, মেডিকেল অফিসার ম্যাটস, বাগেরহাট প্রেস ক্লাব এর সাধারণ সম্পাদক শেখ আজমল হোসেন প্রমুখ। অনুষ্ঠানে বিপুল সংখ্যক শিশু রচনা চিত্রাঙ্কন ও আবৃত্তি প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। অনুষ্ঠান শেষে বিজয়ী শিশুদের মাঝে পুুুুরস্কার বিতরণ করা হয়।