বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের শরণখোলায় মঠেরপাড় গ্রামে সাইফুল মোল্লা (৩০) নামে এক ব্যক্তির দু চোখে গুরুতর জখম ও পা ভেঙে দেয়া হয়েছে। রবিবার সকাল পৌনে নয়টায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহত সাইফুল উপজেলার রাজৈর গ্রামের নুরু মোল্লার পুত্র।উপজেলার খোন্তাকাটা ইউপি মেম্বার জাহাঙ্গীর জানান, রবিবার (২৪ জানুয়ারী) অতি ভোরে মঠেরপাড় গ্রামের মাঠে ডাক চিতকার শুনে লোকজন নিয়ে ঘটনাস্থলে গিয়ে সাইফুল কে চোখ প্রায় উতপাটন ও জখম অবস্থায় পেয়ে হাসপাতালে নিয়ে আসি এবং থানা পুলিশ কে জানাই। তিনি আরো জানান,গত রাতে কে বা কারা সাইফুলের উপর হামলা চালিয়ে এ কাজ করছে।জখমি সাইফুলের বিরুদ্ধে এলাকায় চুরি, ছিনতাই, মাদক ডাকাতি চেষ্টার অনেক অভিযোগে থানায় ১৫/১৬ টা মামলা রয়েছে বলে নির্ভরযোগ্য সূত্রে জানা যায়।
শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ ফয়সাল আহমেদ জানান, গুরুতর আহত সাইফুল কে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণের নির্দেশ দেয়া হলেও তার কোন অভিভাবক পাওয়া যাচ্ছে না।শরণখোলা থানা অফিসার ইনচার্জ মোঃ সাইদুর রহমান জানান, চোখ উতপাটন চেষ্টার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে।