আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান শহিদ দিবস উপলক্ষে আজ রবিবার সকালে ঝিনাইদহ কেন্দ্রীয় শহিদ মিনারে ভাষা শহিদের আত্মত্যাগ ও অবদানের স্মরণে ঝিনাইদহ জেলা বাপসার পক্ষ থেকে ফুলেল শুভেচছা জানানো হয়। জেলা বাপসার সভাপতি শেখ হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক সাব্দার আলি এবং জেলার অন্যান্য ইউনিয়ন পরিষদ সচিবগণ উপস্থিত ছিলেন।
এর আগে ঝিনাইদহ কেন্দ্রীয় শহিদ মিনারে উপস্থিত থেকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের সকল অনুষ্ঠানের শুভ সুচনা করেন জেলা প্রশাসক জনাব সরোজ কুমার নাথ। শহিদ মিনারে পুষ্পমাল্য অর্পণ, ভাষাসৈনিকদের সম্মাননা প্রদান এর মাধ্যমে অনুষ্ঠান উদ্বোধন করেন তিনি। এ সময় ঝিনাইদহ পৌর মেয়র জনাব সাইদুল করিম মিন্টু এসময় উপস্থিত ছিলেন।