বিকাশ লিমিটেড আয়োজিত অনলাইনে বিকাশ কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে ৩টি প্রশ্নের উত্তর দিয়ে বিকাশ গ্রাহকরা পেতে পারেন ৫০০ টাকা পুরস্কার। এই কুইজে ১৪ থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত অংশ নিতে পারবেন গ্রাহকরা।
এজন্য তাদেরকে বিকাশের ওয়েবসাইট ভিজিট করতে হবে। দৈবচয়ন পদ্ধতিতে প্রতিদিন দ্রুততম সময়ে ৩টি প্রশ্নের ভিত্তিতে সঠিক উত্তরদাতা ৫০০ জনকে এই কুইজের বিজয়ী নির্বাচন করা হবে। ১৭ দিনে এই কুইজ চলাকালীন মোট বিজয়ী গ্রাহক হবেন ৮,৫০০ জন, যারা পাবেন ৪২ লাখ ৫০ হাজার টাকা!
বিকাশ ৫০০ টাকা কুইজ শর্তসমূহ
- ১. কুইজ প্রতিযোগীতায় অংশগ্রহণ করতে একজন বিকাশ গ্রাহককে তার অ্যাক্টিভ বিকাশ একাউন্ট নাম্বার দিতে হবে।
- ২. বিকাশ গ্রাহকরা ১৪ সেপ্টেম্বর, ২০২০ থেকে ৩০ সেপ্টেম্বর, ২০২০ (ক্যাম্পেইন সময়কাল)-এর মধ্যে যতবার খুশি কুইজ প্রতিযোগীতায় অংশগ্রহণ করে ৫০০ টাকা (পুরস্কার) জেতার সুযোগ পাবেন।
- ৩. কয়েকটি প্রশ্নের দ্রুততম সঠিক উত্তর প্রদানের ভিত্তিতে ক্যাম্পেইনের প্রতিদিন ৫০০ জন বিজয়ী নির্ধারিত হবে। অর্থাৎ যেই বিকাশ গ্রাহক স্বল্পতম সময়ের মধ্যে সব প্রশ্নের সঠিক উত্তর দিতে পারবে তার বিজয়ী হবার সুযোগ বেশি।
- ৪. বিজয়ী হিসাবে নির্বাচিত হওয়ার জন্য বিকাশ গ্রাহককে অবশ্যই তার প্রতিযোগীতায় অংশগ্রহণের দিন বা সেপ্টেম্বর, ২০২০ এর মধ্যে পূর্ববর্তী যেকোনো দিন তার বিকাশ একাউন্ট থেকে নিচের যেকোনো একটি লেনদেন করতে হবে:
- + বিকাশ অ্যাপ থেকে মোবাইল রিচার্জ
- + বিকাশ অ্যাপ দিয়ে ক্যাশ আউট
- + বিকাশ অ্যাপ দিয়ে সেন্ড মানি
- + বিকাশ অ্যাপ দিয়ে পেমেন্ট
- + বিকাশ অ্যাপের মাধ্যমে পে বিল
- + বিকাশ অ্যাপ দিয়ে কার্ড টু বিকাশ (অ্যাড মানি) এবং
- + বিকাশ অ্যাপের মাধ্যমে ট্রান্সফার মানি
- ৫. ক্যাম্পেইন চলাকালীন একজন বিকাশ গ্রাহক কেবল এক বারের জন্য পুরষ্কার জিতে নিতে পারবেন।
- ৬. পুরস্কার পাবার জন্য যোগ্য হতে একজন গ্রাহকের বিকাশ একাউন্ট সম্পূর্ণ সক্রিয় অবস্থায় থাকতে হবে এবং নতুন বিকাশ গ্রাহকদের সম্পূর্ণ রেজিস্ট্রেশন প্রক্রিয়া সফলভাবে শেষ করতে হবে।