বিজিবি সদস্যের গুলিতে একজন নিহত | সারা সপ্তাহের খবর

0
121
বিজিবি সদস্যের গুলিতে একজন নিহত | সারা সপ্তাহের খবর
বিজিবি সদস্যের গুলিতে একজন নিহত | সারা সপ্তাহের খবর

বিজিবি সদস্যের গুলিতে একজন নিহতের খবর দিয়ে শুরু করছি দৈনিক বার্তা24 এর নিউজ আপডেট । আমরা সম্প্রতি ঘটে যাওয়া বিষয়গুলো  সংকলন করে আপনাদের সামনে নিয়ে আসছি। যারা নিয়মিত সংবাদপত্র বা অন্য মাধ্যমের খবরগুলোতে চোখ রাখার সময় পান না। তাদেরকে এই আয়োজনটি হালনাগাদ থাকতে সাহায্য করবে |

 

বিজিবি সদস্যের গুলিতে একজন নিহত | সারা সপ্তাহের খবর

বিজিবি সদস্যের গুলিতে একজন নিহত | সারা সপ্তাহের খবর

 

বিজিবি সদস্যের গুলিতে একজন নিহত

নেত্রকোনার দুর্গাপুর উপজেলার বারমারী সীমান্তে চোরাকারবারীদের হামলার পর বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) গুলিতে মো. আমিনুল ইসলাম (৩০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ সময় মো. জায়েদুল ইসলাম (৩৮) নামের আরেক ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছেন। পাচারকারীদের হামলায় মো. মিনহাজ উদ্দিন নামে বিজিবির একজন হাবিলদার আহত হয়েছেন।

গৃহবধূকে ধর্ষণের মামলার আসামি গ্রেপ্তার

রাজবাড়ীতে এক গৃহবধূকে হাত-পা বেঁধে ধর্ষণের অভিযোগে করা মামলার আসামিকে মাগুরা থেকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) একটি দল। ৩০ মার্চ বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে গ্রেপ্তারের পর ৩১ মার্চ শুক্রবার তাঁকে থানায় সোপর্দ করা হয়।

গ্রেপ্তার ব্যক্তির নাম আলিমুদ্দিন মোল্লা (৪০)। তিনি রাজবাড়ী সদর উপজেলার খানগঞ্জ ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের আবদুর রহমান মোল্লার ছেলে।

মাইক্রোবাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় মাইক্রোবাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে উপজেলার চম্পাতলী বাজার এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় মাইক্রোবাসের চালক ও যাত্রীরা সামান্য আহত হয়েছেন।

ক্রমান্বয়ে কমছে নিত্যপণ্যের দাম বললেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, চলতি রমজানে কিছু পণ্যের দাম বাড়লেও তা কমে এসেছে। অন্য বছরের তুলনায় এবং বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশ ভালো রয়েছে। নিত্যপণ্যের দাম ক্রমান্বয়ে কমছে।

শুক্রবার ৩১ মার্চ দুপুরে রংপুরে দুই দিনের সফরে এসে নগরের সেন্ট্রাল রোডের বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এসব কথা বলেন।

 

বিজিবি সদস্যের গুলিতে একজন নিহত | সারা সপ্তাহের খবর

 

আওয়ামী লীগ কর্মীর মৃত্যু, প্রতিবাদে ৬ বাড়িতে আগুন

মসজিদ থেকে নামাজ শেষে ফেরার পথে হামলায় আহত ঝিনাইদহের হরিণাকুণ্ডু আওয়ামী লীগের কর্মী রবিউল ইসলামের (৫০) মৃত্যু হয়েছে। উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে গতকাল শুক্রবার রাতে তিনি মারা যান। রাতেই তাঁর লাশ ঝিনাইদহে নিয়ে আসা হয়েছে। এর আগে গতকাল বিকেলে হরিণাকুণ্ডু শহরের হাসপাতাল মোড়ে একদল সন্ত্রাসী রবিউল ইসলামকে কুপিয়ে গুরুতর জখম করে।

পদ্মা সেতুতে বাইক চলবে না এই ঈদেও

“ঈদেও পদ্মা সেতু দিয়ে বাইক চলবে না, বিকল্প রুট হিসেবে শিমুলিয়া ফেরি চালু করে মোটরসাইকেল পারাপারের কথা জানিয়েছেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। বৃহস্পতিবার (৩০ মার্চ) সচিবালয়ে নৌপরিবহন মন্ত্রণালয়ে নৌপথে সুষ্ঠুভাবে নৌযান চলাচল সংক্রান্ত ‘ঈদ ব্যবস্থাপনা সভা’ শেষে সাংবাদিকদের এক প্রশ্নে তিনি এ কথা বলেন।

বিয়ের আশ্বাস দিয়ে যুবতীকে ধর্ষণ

রোববার দুপুরে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র‌্যাব-৭।গ্রেফতার যুবককে রাঙ্গামাটির কোতোয়ালী থানা পুলিশের হাতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছেন র‌্যাব-৭ এর জ্যেষ্ঠ সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার।

জানা গেছে, ভুক্তভোগী ও আসামি বিপ্লব রাঙ্গামাটির কোতয়ালী থানাধীন টিএন্ডটি এলাকায় পাশাপাশি ভাড়া বাসায় থাকতেন। ২০১৮ সালে তাদের পরিচয় এবং এক পর্যায়ে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। ২০২০ সালের নভেম্বরে বিয়ের আশ্বাস দিয়ে ভুক্তভোগীকে বাসায় নিয়ে ধর্ষণ করেন বিপ্লব।”

শুরু হলো আইপিএল

প্রথমবারের মতো খেলতে নেমেই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) শিরোপা জয় করেছিল গুজরাট লায়ন্স। এবার বর্তমান চ্যাম্পিয়ন গুজরাট ও চারবারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংসের ম্যাচ দিয়ে শুরু হচ্ছে আইপিএলের ষোড়শ আসর।

 

বিজিবি সদস্যের গুলিতে একজন নিহত | সারা সপ্তাহের খবর

 

পর্তুগালের জন্য রোনালদো এখনো ‘খুবই গুরুত্বপূর্ণ’

ক্রিস্টিয়ানো রোনালদো এখনো পর্তুগালের জন্য ‘খুবই গুরুত্বপূর্ণ খেলোয়াড়’। ইউরো বাছাইপর্বে লুক্সেমবার্গের বিপক্ষে ফের জোড়া গোল করার পর অভিজ্ঞ এ ফুটবল তারকা সম্পর্কে এমন মন্তব্য করেছেন দলটির প্রধান কোচ রবার্তো মার্টিনেজ।

আরও দেখুনঃ