বিদ্যুৎ উৎপাদনে বিকল্প ও সহজ উৎস খুঁজতে হবে: নসরুল হামিদ, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ দেওয়ার সঙ্গে সঙ্গে বিদ্যুৎ উৎপাদনের বিকল্প ও সহজলভ্য উৎস খুঁজে বের করার পরামর্শ দিয়েছেন। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। তিনি বলেন, আমাদের সমস্যা আমাদেরকেই সমাধান করতে হবে। রোববার বিদ্যুৎ ভবনে বিদ্যুৎ বিভাগের উদ্যোগে ‘ইনোভেশন শোকেসিং ২০২৪’ অনুষ্ঠানে ভার্চুয়াল-বার্তায় এসব কথা বলেন তিনি।
প্রতিমন্ত্রী বলেন, ২০৪১ সালের উন্নত বাংলাদেশকে সামনে রেখে পরিকল্পনা ও কার্যক্রম গ্রহণ করা বাঞ্ছনীয়। নতুন নতুন উদ্ভাবনকে আমরা প্রণোদনা দিচ্ছি। আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্ট (এআই) এখন অনেক সমস্যার সমাধান করে দিচ্ছে। প্রযুক্তির ব্যবহার যত বাড়বে, অর্থ ও সময়ের সাশ্রয় তত হবে।
বিদ্যুৎ উৎপাদনে বিকল্প ও সহজ উৎস খুঁজতে হবে: নসরুল হামিদ
বিদ্যুৎ বিভাগের সিনিয়র সচিব মো. হাবিবুর রহমান বলেন, ২০৪১ সালের লক্ষ্য অর্জন করতে হলে নিজস্ব প্রযুক্তির উদ্ভাবন বা ব্যবহৃত প্রযুক্তির নিজস্ব ভার্সন তৈরি করতে হবে। বিদ্যুৎ বিভাগের প্রধান ইনোভেশন কর্মকর্তা নীরোদ চন্দ্র মন্ডলের সঞ্চালনায় অনুষ্ঠানে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মো. হুমায়ুন কবির বক্তব্য রাখেন।
এসময় স্রেডার চেয়ারম্যান মুনীরা সুলতানা, পিডিবির চেয়ারম্যান মো. মাহবুবুর রহমান, বিআরইবির চেয়ারম্যান অজয় কুমার চক্রবর্ত্তী, পাওয়ার সেলের মহাপরিচালক মোহাম্মদ হোসাইন উপস্থিত ছিলেন। উল্লেখ্য ইনোভেশন শোকেসিং ২০২৪-এ আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেড (এপিএসসিএল) থ্রিডি প্রিন্টারের মাধ্যমে বিভিন্ন স্পেয়ার পার্টস তৈরি করায় প্রথম স্থান।
ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি) আর্টিফিসিয়াল ইন্টিলিজেন্স বেজড ‘স্মার্ট কাস্টমার অ্যাসিস্ট্যান্ট-চ্যাটবট’ বাস্তবায়নে দ্বিতীয় স্থান। নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি (নেসকো) জিআইএস বেসড ম্যানেজমেন্ট সিস্টেমের মাধ্যমে বিদ্যুৎ বিতরণ ব্যবস্থপনার আউটেজ ডিজিটালি মনিটরিং এবং লোড ম্যানেজমেন্টে দ্বিতীয়।
ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড (ডেসকো) আন্ডারগ্রাউড ক্যাবল টেস্ট ভ্যান। ইলেক্ট্রিসিটি জেনারেশন কোম্পানি অব বাংলাদেশ লিমিটেড (ইজিসিবি)। অটোমেটিক ইমার্জেন্সি রেসপন্স টেস্ট অব এসটি ইমার্জেন্সি লুব অয়েল পাম্প (ইএলওপি)।থ্রো ডিসিএস ইন্টিগ্রেশন এবং রুর্যাল পাওয়ার কোম্পানি লিমিটেড (আরপিসিএল)। চার্জ এয়ার কুলার অ্যান্ড চার্জ এয়ার রিসিভার ড্রেইন লাইন মডিফিকেশন ফর প্ল্যান্ট আউটেজ রিডাকশনে তৃতীয় স্থান অর্জন করে।
আরও পড়ুন: