বৃহ্ত্তর কুষ্টিয়া জেলা সমিতি ইউএসএ ইনক. এর নবগঠিত কার্যকরী কমিটির অভিষেক

0
190
বৃহ্ত্তর কুষ্টিয়া জেলা সমিতি ইউএসএ ইনক. এর নবগঠিত কার্যকরী কমিটির অভিষেক

প্রেস বিজ্ঞপ্তি: বৃহ্ত্তর কুষ্টিয়া জেলা সমিতি ইউএসএ ইনক. এর নবগঠিত কার্যকরী কমিটির অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সম্প্রতি নিউ ইয়র্কের ব্রনক্সের “খলিল বিরিয়ানি এ্যান্ড হালাল চাইনিজ ” এর পার্টি সেন্টারে মোঃ আব্দুল ওয়াহেদের সভাপতিত্বে ও মোঃ এমদাদুল হক মিয়া এবং শাহাদৎ আলী হালিমের যৌথ পরিচালনায় সম্পন্ন হয়।

অনুষ্ঠানে বাংলাদেশ কমিউনিটির সম্মানীত অতিথিদের মধ্যে প্রধান অতিথি হিসাবে ভিডিও কনফারেন্স বক্তব্য রাখেন, হাজী আবুল কাদের মিয়া ( প্রেসিডেন্ট কাদের ফাউন্ডেশন, স্বন্দ্বীপ) , প্রধান বক্তার বক্তব্য রাখেন- জালাল চৌধুরী ( ভাইস প্রেসিডেন্ট ব্রঙ্ক্স বাংলাদেশসোসিয়েটি)। বিশেষ অতিথি হিসাবে – কমিউনিটি লিডার মোঃ এন মুজুমদার, মোঃ বাদশা ( NYPD), কুমিল্লা সমিতির প্রেসিডেন্ট মোঃ আবুল খায়ের এবং টেলিফোন বক্তব্য রাখেন – রাজবাড়ি ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার এসোসিয়েশনের প্রেসিডেন্ট – মোঃ আবিদুর রহমান লাল ( সাবেক সচিব , বাংলাদেশ সরকার )।

পরে মুহাম্মদ ফারুক ইকবাল কে সভাপতি এবং সাদিক রহমানকে সাধারন সম্পাদক করে ৩৫ সদস্য বিশিষ্ট কার্যকারি কমিটি গঠন করা হয়।

কমিটির অন্য সদস্যরা হলো, আব্দুস সালাম, হযরত আলী, সাজেদুর রহমান (টেন্টূ), কে এম রুহুল ইসলাম আয়ুব আলীকে সহ সভাপতি, মুহাম্মদ জগলুল হক শাহিন, রাজিবুল ইসলাম রাজিব, তুষারকে যুগ্ম সাধারণ সম্পাদক শরিফুল হক হাসানকে সাংগঠনিক সম্পাদক, আব্দুল ওয়াহেদকে খাদ্য ও পরিবহন বিষয়ক সম্পাদক, নুরুজ্জামান সিদ্দিকিকে প্রচার সম্পাদক. ফারুক হোসেন ফারুককে সহ প্রচার সম্পাদক, এহসানুল হক তাইমকে সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক, মনজুর কাদির, মনজুকে অর্থ ও হিসাব বিষয়ক সম্পাদক, কামরুজ্জামান গুলুকে তথ্য ও যোগাযোগ বিষয়ক সম্পাদক, মল্লিক রাজনকে ( ক্রীড়া সম্পাদক , ইয়াছির আরাফাত রাসেলকে শিক্ষা বিষয়ক সম্পাদক, কে এম মহিদুল ইসলামকে আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, মেহেদি হাসানকে (যুব উন্নয়ন বিষয়ক সম্পাদক),আবু তালেবকে (সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক ), বৈশাখী ইয়াছমিন ও আইরীন খন্দকার, আয়েসা সাদিক, তাহমিনা শাহীন, আফরোজা পারভীনকে মহিলা সম্পাদক হাজী আব্দুল গাফফারকে ধর্ম বিষয়ক সম্পাদক ৩৫ সদস্য বিশিষ্ট কমিটি কার্যকারি কমিটি গঠন করা হয়।

এছাড়াও কে এম জামিরুল ইসলামকে কার্যকারী প্রধান উপদেষ্টা, মুনসুর আলম, মুন্না ,আলতাব হোসেন, শাহাদ্যৎ আলী হালিম, ইমদাদুল হক মিয়কে কার্যকারী বিশেষ উপদেষ্টা নির্বাচিত করা হয়।

এছাড়াও উপদেষ্টা মন্ডলীর সদস্য হলেন, কে,এম আমিরুল ইসলাম, ডঃ মুহাম্মদ আব্দুল ওয়াহাব, ডঃ সিরাজুল হক আবুবক্কর সিদ্দিক, গোলাম রাব্বানী, আব্দুস সামাদ, ইউনুছ আলী, মাফিউল আলম, রওশন আক্তার পারভীন, শাহানা খাতুন, আবুল কাশেম। অনুষ্ঠান শেষে ৩৫ সদস্য বিশিষ্ট কার্যকারী কমিটির সম্মানীত সদস্যদের শপথ বাক্য পাঠ করান , সমিতির সম্মানীত প্রধান উপদেষ্টা কেএম জামিরুল ইসলাম।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here