বড়দিনে কুষ্টিয়ায় বিশেষ প্রার্থনা

0
432
বড়দিনে কুষ্টিয়ায় বিশেষ প্রার্থনা


কুষ্টিয়া প্রতিনিধি: যীশু খ্রীষ্টের জন্মদিন উপলক্ষে কুষ্টিয়ায় দেশের শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে বিশেষ প্রার্থনা হয়েছে। ২৫ ডিসেম্বর শুক্রবার সকালে কুষ্টিয়া ডায়োসিসের কেন্দ্রীয় উপাসনালয়ে এ প্রার্থনা অনুষ্ঠিত হয়। সকাল ১০ টা পর্যন্ত চলে বিশেষ প্রার্থনা ও বড়দিনের অনুষ্ঠান।

প্রার্থনা পরিচালনা করেন কুষ্টিয়া ডায়োসিসের বিশপ। তিনি দেশের শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে প্রার্থনা করেন। প্রার্থনা শেষে একে অপরের সঙ্গে বড় দিনের শুভেচ্ছা বিনিময় করেন ও মিষ্টিমুখ করেন। এ সময় পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কঠোর নিরাপত্তা ব্যবস্থা লক্ষ্য করা গেছে।

বাংলাদেশে খ্রিস্ট ধর্মানুসারীরা ধর্মীয় আচার, আনন্দ উৎসব ও প্রার্থনার মধ্য দিয়ে দিনটি উদযাপন করেন। রঙিন বাতি দিয়ে ক্রিসমাস ট্রি সাজানো, বিশেষ প্রার্থনা, শিশুদের উপহার দেয়া এবং স্বজনের সঙ্গে সাক্ষাৎ ছিল উৎসবের মূল অনুষঙ্গ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here