
ভার্চুয়ালে রবীন্দ্র সঙ্গীত পরিবেশনার মধ্য দিয়ে বিশ্বকবির প্রয়াণ দিবস পালন করলো জেলা শিল্পকলা একাডেমী, কুষ্টিয়া: বাংলা ভাষা ও সাহিত্যকে রবীন্দ্রনাথ ঠাকুর পৌঁছে দিয়েছেন অনন্য উচ্চতায়। বিশ্ব দরবারে চিনিয়েছেন বাংলা ভাষাকে। ছিনিয়ে এনেছেন সাহিত্যের নোবেল। বাংলা ভাষার সর্বকালের সর্বশ্রেষ্ঠ কবি রবীন্দ্রনাথকে গুরুদেব, কবিগুরু ও বিশ্বকবি অভিধায় ভূষিত করা হয়।

ঘরে বসে প্রযুক্তিকে ব্যবহার করে সামাজিক যোগযোগ মাধ্যম ফেসবুক লাইভ এর মাধ্যমে কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমী তরুণ উদীয়মান শিল্পীদের নিয়ে রবীন্দ্র সঙ্গীত পরিবেশনার মধ্য দিয়ে বাইশে শ্রাবণ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৭৯তম প্রয়াণ দিবস উদযাপন করা হয়। প্রয়াণ দিবস উপলক্ষে রবীন্দ্রসঙ্গীত ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমি এ অনুষ্ঠানের আয়োজন করে। ব্যতিক্রমধর্মী এই আয়োজনটি সফলভাবে সঞ্চালনা করেছেন জেলা শিল্পকলা একাডেমীর সুযোগ্য কালচারাল অফিসার জনাব, সুজন রহমান।
ভার্চুয়াল এ আলোচনায় সভায় অংশ নেন কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমীর সাধারন সম্পাদক মো: আমিরুল ইসলাম, কালচারাল অফিসার সুজন রহমান, নৃত্য প্রশিক্ষক আশরাফুন্নাহার দিনু ও অভিনেত্রী আলভী প্রমুখ।
বাঙালি জীবনে যত ভাব-বৈচিত্র্যের সমারোহ, তার পুরোটাই তিনি ধারণ করেছেন তার গল্প, কবিতা, উপন্যাস, নাটক, প্রবন্ধ, গান, স্মৃতিকথা আর দর্শনে।
উক্ত অনুষ্ঠানে রবীন্দ্র সঙ্গীত পরিবেশনা করেন জেলা শিল্পকলা একাডেমীর তরুণ উদীয়মান শিল্পীগন।
[ ভার্চুয়ালে রবীন্দ্র সঙ্গীত পরিবেশনার মধ্য দিয়ে বিশ্বকবির প্রয়াণ দিবস পালন করলো জেলা শিল্পকলা একাডেমী, কুষ্টিয়া ]
আরও পড়ুন: