মতলবে বীর মুক্তিযোদ্ধা তাজুল ইসলামকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

0
145
মতলবে বীর মুক্তিযোদ্ধা তাজুল ইসলামকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মো:তপছিল হাছান: মতলব দক্ষিণ উপজেলার খাদেরগাঁও মিরামা তালুকদার বাড়ির বীর মুক্তিযোদ্ধা তাজুল ইসলামকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। বৃহস্পতিবার ( ১ এপ্রিল) বাদ জোহর মরহুমের নিজ বাড়ির মাদরাসা মাঠ প্রাঙ্গনে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।

মরহুমের জানাজার নামাজের পূর্বে মতলব দক্ষিণ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা সহকারী কমিশনার( ভূমি) নুসরাত শারমিন। এসময় মতলব দক্ষিণ থানা পুলিশের একটি চৌকস দল বীর মুক্তিযোদ্ধা তাজুল ইসলাম কে গার্ড অব অনার প্রদান করেন। মরহুমের জানাজার নামাজে থানার পুলিশ পরিদর্শক (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন মিয়া, বীর মুক্তিযোদ্ধা বশির উল্লাহ সরকার, ইউনিয়ন কমান্ডার বাদল খন্দকার, বীর মুক্তিযোদ্ধা রুস্তম আলী তালুকদার, বীর মুক্তিযুদ্ধা নাসির তালুকদার, দৈনিক চাঁদপুর সংবাদের সহ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান, পল্লী চিকিৎসক মোহাম্মদ আলী, সমাজসেবক শাহীন তালুকদার, জিলানী তালুকদারসহ এলাকার ধর্মপ্রাণ মুসল্লিগণ উপস্থিত ছিলেন।

মরহুমের পরিবারের সদস্যরা জানান, বীর মুক্তিযোদ্ধা তাজুল ইসলাম গত দশ দিন পূর্বে অসুস্থ হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় বুধবার (৩১ মার্চ) রাত দেড়টায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি স্ত্রী,এক ছেলে, দুই মেয়ে সহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন।

ক্যাপশন: মতলব দক্ষিণে বীর মুক্তিযোদ্ধা তাজুল ইসলামের জানাজায় মুসুল্লিদের একাংশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here