কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার ভেড়ামারা পৌরসভার মেয়র পদে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ মনোনীত প্রার্থী আনোয়ারুল কবির টুটুল।
তিনি মশাল মার্কা প্রতীকে ৮ হাজার ৩০ ভোট পেয়ে জয়লাভ করেন। তার নিকটতম প্রার্থী আলহাজ শামিমুল ইসলাম ছানা নৌকা মার্কা প্রতীকে পেয়েছেন ৫ হাজার ৬১৩ ভোট।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও রিটার্নিং অফিসার সোহেল মারুফ এ ফলাফল ঘোষণা করেন। তিনি বলেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে।