মহাকাশ থেকেই মিলবে ইন্টারনেট সেবা

0
290
মহাকাশ থেকেই মিলবে ইন্টারনেট সেবা

সাবিহা মঞ্জুর অনিকা, নিজস্ব প্রতিবেদক: কৃত্রিম উপগ্রহের মাধ্যমে মহাকাশ থেকেই ইন্টারনেট সেবা দিতে যাচ্ছেন মার্কিন প্রতিষ্ঠান টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্ক । তার করা সাম্প্রতিক এক টুইটে এমনই তথ্য মিলেছে।
এ বিষয়ে এক টুইটে মাস্ক জানিয়েছেন, যুক্তরাষ্ট্রে  চলতি বছরের আগস্ট থেকেই ইন্টারনেট সেবা দিতে পারবেন তাঁরা। শুরুতে প্রাইভেট বিটা এরপর পাবলিট বিটা সংস্করণ চালু করা হবে।
এদিকে মাস্কের কোম্পানি স্পেসএক্সের এক টুইটে বলা হয়েছে, স্টারলিংক উপগ্রহগুলো বিশ্বব্যাপী ইন্টারনেট সরবরাহ করতে প্রস্তুত। স্টারলিঙ্ক এমন স্থানে উচ্চ গতির ব্রডব্যান্ড ইন্টারনেট সরবরাহ করবে যেখানে অ্যাক্সেস অবিশ্বাস্য, ব্যয়বহুল বা দুর্লভ।
অবশ‌্য এ ধরনের সেবার জন‌্য শুধু মাস্ক ও তাঁর কোম্পানি কাজ করছে না। গত বছরই বিশ্বের শীর্ষ ধনী আমাজনের উদ‌্যোক্তা জেফ বেজোস এ ধরনের ইন্টারনেট পরিষেবা চালু করার ঘোষণা দেন। জানা গেছে, বিশ্বজুড়ে ইন্টারনেট সুবিধাবঞ্চিত সম্প্রদায়গুলোকে ইন্টারনেট সরবরাহে আমাজন প্রায় তিন হাজার ২৩৬ টি উপগ্রহ উৎক্ষেপণ করার পরিকল্পনা করেছে। আমাজন ছাড়াও ফেসবুক এ ধরনের পরিকল্পনা নিয়ে কাজ করছে।তবে সবার আগে মাস্ক ব্রডব‌্যান্ড সেবা দেওয়ার পরিকল্পনা নিয়ে হাজির হচ্ছে। দৈনিক বার্তা ২৪ / ২৮ এপ্রিল ২০২০।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here