মোঃ ওয়াশিম রাজু, নওগাঁ: নওগাঁর মান্দায় অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার বিকেল ৫টায় স্থানীয় এক কৃষক সরিষা ক্ষেতে বিষ প্রয়োগ করতে গিয়ে অজ্ঞাত ব্যক্তির লাশ দেখতে পায়। বিষয়টি এলাকায় জানাজানি হলে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে রাত ৯ টার সময় ঘটনাস্থল থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ পুলিশ উদ্ধার করে।
উপজেলার সতিহাটের অদূরে গনেশপুর গ্রামের রাস্তার (বউ মারি ডাঙ্গা) নামক স্থানের কালভার্টের নিচ থেকে এই অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত অজ্ঞাত ব্যক্তির নাম পরিচয় জানা যায় নি। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যকর অবস্থা বিরাজ করছে।
এ্যাপারে মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করা হয়েছে। এখন পর্যন্ত তার কোন নাম পরিচয় জানা যায়নি। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।