মান্দায় স্বাস্থ্যবিধি মেনে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত

0
90
মান্দায় স্বাস্থ্যবিধি মেনে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত

মোঃ ওয়াশিম রাজু, প্রতিনিধি: নওগাঁ নওগাঁর মান্দায় যথাযোগ্য মর্যাদায় স্বাস্থ্য বিধি মেনে বুধবার (১৬ ই ডিসেম্বর) ৪৯ তম মহান বিজয় দিবস পালন করা হয়েছে। ৩১ বার তোপধ্বনীসহ উপজেলা প্রশাসন, থানা পুলিশ, মুক্তিযোদ্ধা, আনসার ও ভিডিপি, উপজেলা আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠন, উপজেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠন, জাতীয় পার্টি ও এর অঙ্গ সংগঠনসহ বিভিন্ন রাজনৈতিক দল ও পেশাজীবী সংগঠন, বিভিন্ন বেসরকারি সংস্থা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে। সকাল সাড়ে ৮টায় উপজেলা চত্বরে জাতীয় পতাকা তোলা হয়।

উপজেলা প্রশাসনের আয়োজনে বিজয় দিবস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ মোল্লা মোঃ এমদাদুল হক, নির্বাহী অফিসার আব্দুল আলিম, সহকারী কমিশনার (ভূমি) এমরানুল হক, মান্দা-নিয়ামতপুর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মতিয়ার রহমান, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ জহুরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক অনুপ কুমার মহন্ত, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গৌতম কুমার মহন্ত, মাহাবুবা সিদ্দিকা রুমা, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান, ওসি শাহিনুর রহমান, ওসি (তদন্ত) সিদ্দিকুর রহমান ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রেজাউল করিম প্রমুখ। উল্লেখ্য করোনা ভাইরাসের কারণে স্বল্প পরিসরে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে মহান বিজয় দিবস পালন করা হয়েছে। শেষে বীর মুক্তিযোদ্ধাদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here