নিজস্ব প্রতিবেদক: তেলসমৃদ্ধ উপসাগরীয় দেশ কুয়েতের প্রয়াত আমির শেখ সাবাহের ছেলে ও প্রথম উপপ্রধানমন্ত্রী শেখ নাসের সাবাহ আল আহমদ আল সাবাহ মারা গেছেন। বাবার মৃত্যুর তিন মাসের মাথায় ৭২ বছর বয়সে অসুস্থ অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি।
রোববার (২০ ডিসেম্বর) অসুস্থতাজনিত কারণে মারা যান তিনি। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানিয়েছে, শেখ নাসের সাবাহ আল আহমদ আল সাবাহর দাফনকার্য সোমবার সম্পন্ন হবে।
২০১৭ সাল থেকে কুয়েতের প্রথম উপপ্রধানমন্ত্রী ও প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন শুরু করেন শেখ নাসের সাবাহ আল আহমদ আল সাবাহ। এর আগে ২০০৬ সালে রয়েল কোর্টের প্রধান হিসেবে দায়িত্ব নেন তিনি। ১৯৯০ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন কুয়েতের এই যুবরাজ।
কুয়েতকে এসটি মুক্তবাণিজ্য সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তুলতে চেষ্টা করে গেছেন শেখ নাসের। উত্তরাঞ্চলে গভীর সমুদ্রবন্দর স্থাপনের পরিকল্পনাও গ্রহণ করেছিলেন কুয়েতের এই উপপ্রধানমন্ত্রী।