কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়া পৌরসভার নব-নির্বাচিত মেয়র জননেতা আনোয়ার আলীকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে। মঙ্গলবার দুপুরে পৌরসভার ১৫ নং ওয়ার্ড আওয়ামীলীগের পক্ষ থেকে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। ১৫ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি চাষী আলাউদ্দিন, সহসভাপতি ও ১৫ নং ওয়ার্ডের কাউন্সিলর মহিদুল ইসলাম, সহসভাপতি ও জেলা তাঁতীলীগের সাধারন সম্পাদক হারুন অর রশীদ,১৫ নং ওয়ার্ডের যুবলীগের সাধারন সম্পাদক জহুরুল ইসলাম, ১৪ নং ওয়ার্ডের কাউন্সিলর শাহিন উদ্দিনসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, দেড় শ বছরের পুরোনো প্রথম শ্রেণির কুষ্টিয়া পৌরসভা নির্বাচনে আবারও বিপুল ভোটে মেয়র হিসেবে নির্বাচিত হয়েছেন আনোয়ার আলী। ৫০ বছরের বেশি সময় ধরে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে আছেন এই পৌরপিতা।বঙ্গবন্ধুর আদর্শ নিয়ে রাজনীতি করেছেন। শেখ হাসিনার ভালোবাসায় মনোনয়ন পেয়েছেন এবং সফলও হয়েছেন তিনি।উন্নয়নের ধারা অব্যাহত রাখতে তিনি নিরলসভাবে কাজ করবেন বলে অভিমত প্রকাশ করেছেন আনোয়ার আলী।