জোবায়ের ফরাজী,বাগেরহাট প্রতিনিধি: দেশের দ্বিতীয় বৃহত্তর সমুদ্র বন্দর মংলা থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে খুলনা-মোংলা মহাসড়কের দিগরাজ নামক স্থানে ৩৩ শতক জমির ওপর প্রায় ২৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে আধুনিক পানি শোধনাগার।সব কিছু ঠিক থাকলে আগামী বছরের শেষে অথবা ২০২২ সালের শুরুতে শোধনাগারটি চালু হতে পারে বলে জানিয়েছেন প্রকল্প সংশ্লিষ্টরা।
মোংলা বন্দরের শ্রমিকরা জানান, “আমাদের জীবন ও জীবিকা মোংলা বন্দরের ওপর নির্ভরশীল। কিন্তু বন্দরের ভেতরে কোথাও বিশুদ্ধ পানির ব্যবস্থা নেই। বিভিন্ন জায়গা থেকে জারের পানি কিনে আমাদের খেতে হয়।পানি শোধনাগার নির্মাণ হয়ে গেলে আমাদের মিঠা পানির চাহিদা মিটে যাবে”।
প্রকল্পের পরিচালক অনুপম গাইন বলেন, “আমাদের বন্দর এবং জাহাজগুলোর জন্য দৈনিক ৩০০০ টন পানি প্রয়োজন। আমরা এখন ফয়লা এলাকার কয়েকটি নলকূপ থেকে এক হাজার ৮০০ টন পানি দৈনিক সরবরাহ করছি। চাহিদা মেটাতে আমাদের আরও এক হাজার ২০০ টন পানির প্রয়োজন। ইতোমধ্যে ৪০ শতাংশ প্রকল্পের কাজ শেষ হয়েছে। আশা করি, ২০২১ সালের শেষে বা ২০২২ সালের শুরুতে সব কাজ শেষ করতে সক্ষম হব”।