রক্তের বিনিময়ে স্বাধীনতা

0
420
রক্তের বিনিময়ে স্বাধীনতা

রক্তের বিনিময়ে স্বাধীনতা

-কাজী সিদরাতুন নাজাত নির্ঝরা

৭১ সালের ২৬ শে মার্চ
পেয়েছি আমরা স্বাধীনতা,
কষ্ট করেছে বাংলাদেশ
রূখতে পারল নিষ্ঠুরতা।

২৫ শে মার্চ কালরাত্রি
নির্মমতায় ভরা,
মেরেছে মানুষ পুড়েছে সব
খুন করেছে ওরা।

রক্তের বিনিময়ে স্বাধীনতা
সৌভাগ্যবান এই দেশ
২৬ শে মার্চ এই দিন

হবেনা কভু শেষ।

৬ষ্ঠ শ্রেনি
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্কুল ও কলেজ
রাউজান, চট্টগ্রাম।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here