আতোয়ার রহমান রানা, গাইবান্ধা প্রতিনিধি: মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য। এই চলমান শীতে মানবতার কল্যাণে লেংগা বাজার সততা মানব কল্যাণ সংস্থার উদ্যোগে অসহায় ও দুঃস্থদের মাঝে শীত বস্ত্র বিতরণ করেণ। শুক্রবার (২২ই ডিসেম্বর) সকাল ৯.০০ ঘটিকায় লেংগা বাজার ঈদ গা মাঠে ১০০ দুঃস্থ মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ হয়।
উক্ত শীত বস্ত্র বিতরণ সংগঠনটির সভাপতি আমির হোসেন এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন কচুয়ার খামার উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক মৌলবি মজিবুর রহমান, আব্দুল ওয়াহেদ সরকার অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক লেংগা বাজার বালিকা উচ্চ বিদ্যালয়, আব্দুল লতিফ মিয়া,সাধারণ সম্পাদক লেংগা বাজার সততা মানব কল্যাণ সংস্থা, শামছুল আমল, সাংগঠনিক সম্পাদক লেংগা বাজার সততা মানব কল্যাণ সংস্থা,সদস্য শাহ আলম, রাজু মিয়া,ডা.লিচু, গালিব সহ প্রমুখ।