লোহাগাড়ায় রাত পোহালেই তিন ইউপি নির্বাচন

0
120
লোহাগাড়ায় রাত পোহালেই তিন ইউপি নির্বাচন

অমিত কর্মকার, লোহাগাড়া প্রতিনিধি: চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় রাত পোহালেই অনুষ্ঠিত হবে
তিন ইউনিয়ন পরিষদ নির্বাচন। ইউনিয়ন গুলো হলো লোহাগাড়া সদর, আমিরাবাদ ও আধুনগর। উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, সকাল নয়টায় শুরু হবে ভোট গ্রহণ। কোন বিরতি ছাড়াই চলবে বিকাল ৪টা পর্যন্ত। নির্বাচনকে ঘিরে নানা আশংকা থাকলেও নির্বাচন কমিশন ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে। অনাকাঙ্খিত পরিস্থিতি সামাল দিতে নেওয়া হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। লোহাগাড়া সদর ইউনিয়ন মোট ভোটার
২৩ হাজার ১৬৯জন, ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ১০টি কেন্দ্রে, আমিরাবাদে মোট ভোটার ২৮ হাজার ৯৮৩জন, ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ৯টি কেন্দ্রে এবং আধুনগরে মোট ভোটার ১৫ হাজার ৫৫৬জন ভোট অনুষ্ঠিত হবে ৯টি কেন্দ্রে।

লোহাগাড়া সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে চার জন এবং সংরক্ষিত মহিলা সদস্য পদে ১০ জন ও সাধারণ সদস্য পদে ৪২ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন। লোহাগাড়া সদরে চেয়ারম্যান প্রার্থীরা
হলেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নুরুচ্ছফা চৌধুরী (নৌকা প্রতীক), স্বতন্ত্র প্রার্থী শাহাব উদ্দিন চৌধুরী
(আনারস প্রতীক) ,বিএনপি মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী খোরশেদ আলম সিকদার (ধানের শীষ প্রতীক), জাতীয় পার্টি মনোনীত প্রার্থী মো.আনোয়ার হোসেন (লাঙল প্রতীক)। আমিরাবাদ ইউনিয়নে চেয়ারম্যান পদে ছয় জন এবং সংরক্ষিত মহিলা সদস্য পদে ১১ জন ও সাধারণ সদস্য পদে ৪৬জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন। আমিরাবাদ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থীরা হলেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এস এম ইউনুচ (নৌকা প্রতীক), স্বতন্ত্র প্রার্থী মুক্তিযোদ্ধা মোস্তফিজুর রহমান চৌধুরী(মোটর সাইকেল প্রতীক), মাহমুদুল হক পেয়ারু(টেবিল ফ্যান প্রতীক), আবদুল মালেক(আনারস প্রতীক), জাতীয় পার্টি মনোনীত প্রার্থী মোহাম্মদ ইলিয়াছ (লাঙল প্রতীক), ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী নুরুল
আবছার ( হাতপাকা প্রতীক)।

 আধুনগর ইউনিয়নে চেয়ারম্যান পদে পাঁচ জন এবং সংরক্ষিত মহিলা সদস্য পদে ১০ জন ও সাধারণ সদস্য পদে ৩১ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন। আধুনগর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থীরা হলেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নুরুল কবির (নৌকা প্রতীক), স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব মোহাম্মদ আইয়ুব মিয়া (টেবিল ফ্যান প্রতীক), বিএনপির মনোনীত প্রার্থী আবু নাসের চৌধুরী (ধানের শীষ প্রতীক), আলহাজ্ব মাহমুদুল হক বাবুল
(অটোরিকশা প্রতীক), মোঃ নাজিম উদ্দিন (আনারস প্রতীক)।  লোহাগাড়া থানা সূত্রে জানা যায়, উপজেলার তিন ইউনিয়নে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষভাবে নির্বাচন সম্পন্নের লক্ষ্যে কঠোর অবস্থানে রয়েছেন লোহাগাড়া থানা পুলিশ। কেউ অরাজকর্তা সৃষ্টি করতে চাইলে কঠোর হস্তে দমন করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here