অমিত কর্মকার, লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা সদর ইউনিয়নস্থ দক্ষিণ শুখছড়ি গ্রামের হাবিলাস চৌধুরী পাড়ায় ৮ বসতঘর আগুনে ভস্মিভূত হওয়ার সংবাদ পাওয়া গেছে। ৩০ নভেম্বর সোমবার সকাল ১০টায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে জানা যায়। ক্ষতিগ্রস্তরা জানান, আগুনে পুড়ে ছাই হয়ে গেছে তাদের পরিবারের সর্বস্ব। নগদ টাকা, মূল্যবান কাগজপত্র, কাপড়-চোপড় ও আসবাবপত্র ইত্যাদি আগুনে পুড়ে ছাই হয়ে যায়। একে বারে অসহায় মানবেতর দিনাতিপাত করছে। অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তরা হল ওমরা মিয়া, আব্দুল নবী, পাখি বেগম, মো: সেলিম, ফয়েজ আহামদ, এনাম,
আম্বিয়া খাতুন ও দেলোয়ার পরিবার।
সংশ্লিষ্ট সূত্রে মতে, এনামের ঘর থেকে আগুনের সূত্রপাত হয়। তবে কিভাবে কেন আগুন ধরেছে তা সঠিক তথ্য পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, গ্যাস সিলিন্ডার বিষ্ফোরণ ও বৈদ্যুতিক তার থেকে আগুনের সূত্রপাত। অগ্নিকান্ডের শুরুতেই লেলিহান শিখা মুহুর্তের মধ্যে প্রায়সব ঘরে ছড়িয়ে পড়ে। এলাকার লোকজন শোর-চিৎকার করে আগুন নিভাতে এগিয়ে আসে। দেরিতে সংবাদ পেয়ে সাতকানিয়া থেকে ফায়ার সার্ভিস ঘটনা স্থলে পৌঁছার পূর্বেই সব শেষ হয়ে গেছে বলে জানান স্থানীয় লোকজন। অগ্নিকান্ডে ভষ্মিভূত হয় ১টি সেমিপাকা ঘর। অপর ৭টি মাটির দেওয়াল ও টিনের ছাউনীযুক্ত। এ অগ্নিকান্ডে ৩০ লক্ষাধিক টাকার
ক্ষতিক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত জানান।