বান্দরবানে সন্ত্রাসবিরোধী অভিযানে কেএনএফের দুই সদস্য নিহত

0
45
বান্দরবানে সন্ত্রাসবিরোধী অভিযানে কেএনএফের দুই সদস্য নিহত

বান্দরবানে সন্ত্রাসবিরোধী অভিযানে কেএনএফের দুই সদস্য নিহত, বান্দরবান সদরে যৌথ বাহিনীর সন্ত্রাসবিরোধী অভিযানে চলাকালীন সশস্ত্র সংগঠন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) দুই সদস্য নিহতের খবর পাওয়া গেছে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি।

বৃহস্পতিবার (২৩ মে) সকালে বান্দরবান সদর উপজেলার সুয়ালক ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড শ্যারনপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

বান্দরবানে সন্ত্রাসবিরোধী অভিযানে কেএনএফের দুই সদস্য নিহত

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সন্ত্রাসবিরোধী অভিযানের অংশ হিসেবে শ্যারনপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে যৌথ বাহিনী। এ সময় যৌথবাহিনীর সদস্যদের লক্ষ্য করে গুলি চালায় কেএনএফের সদস্যরা। আত্মরক্ষার্থে যৌথ বাহিনীর সদস্যরাও পাল্টা গুলি চালায়। এতে ঘটনাস্থলেই কেএনএফের দুই সদস্য নিহত হয়।

 

বান্দরবানে সন্ত্রাসবিরোধী অভিযানে কেএনএফের দুই সদস্য নিহত

বান্দরবান পুলিশের ঊর্ধ্বতন এক কর্মকর্তা বলেন, শ্যারণপাড়া এলাকায় যৌথ বাহিনীর চলমান অভিযানে দুজন ‌কেএনএফ সদস্য নিহতের খবর শুনেছি। অভিযান শেষে বিস্তারিত জানা যাবে।

উল্লেখ্য, গত ২ ও ৩ মে রুমা-থানচিতে ব্যাংক ডাকাতি, হামলা, আইনশৃঙ্খলা বাহিনীর ১৪টি অস্ত্র লুট, ব্যাংকের অর্থ ও ব্যাংক ম্যানেজার অপহরণের ঘটনায় এ পর্যন্ত নয়টি মামলা হয়েছে। তার মধ্যে থানচিতে ৪টি ও রুমায় ৫টি মামলায় ৮৬ জনকে কেএনএফের সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার করে আদালতের নির্দেশে জেল হাজতে পাঠানো হয়।

 

বান্দরবানে সন্ত্রাসবিরোধী অভিযানে কেএনএফের দুই সদস্য নিহত

 

আরও পড়ুন: