সাংবাদিক মুজাক্কির হত্যার প্রতিবাদে সিংড়ায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

0
115

রাশিদুল ইসলাম (নাটোর) প্রতিনিধি: কোম্পানীগঞ্জে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে নিহত সংবাদকর্মী বুরহান উদ্দিন মুজাক্কির হত্যার প্রতিবাদে নাটোরের সিংড়ায় প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন গণমাধ্যমকর্মীরা।

আজ বুধবার (২৪ ফেব্রুয়ারি) বেলা ১১ টার দিকে সিংড়া মডেল প্রেসক্লাব ও বার্তা বাজার পরিবারের আয়োজনে প্রেসক্লাব চত্বরে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। সিংড়া মডেল প্রেসক্লাবের সভাপতি এস এম রাজু আহমেদ এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন যুগান্তরের সাংবাদিক ও উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, ভোরের কাগজের প্রতিনিধি শারফুল ইসলাম খোকন, বার্তা বাজারের সিংড়া প্রতিনিধি রবিন খান, সিংড়া মডেল প্রেসক্লাবের সহ সভাপতি খলিল মাহমুদ সহ আরো অনেকে।

সমাবেশে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত প্রায় শতাধিক সাংবাদিকরা অংশ নেন। বক্তারা দ্রুত সময়ের মধ্যে সাংবাদিক মুজাক্কির হত্যাকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

বক্তারা বলেন, সাংবা‌দিক নি‌পীড়ন ও হত‌্যা মে‌নে নেওয়া যায় না। অবিলম্বে সাংবাদিক বোরহান উদ্দিন মুজাক্কিরকে গুলি করে হত্যাকারীদের চিহ্নিত করে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। সারা‌দে‌শে সংবাদকর্মীদের হয়রানি বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান তারা।

উল্লেখ্য, শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) কোম্পানীগঞ্জ উপজেলার চাপরাশিরহাট বাজারে আওয়ামী লীগের দুই পক্ষে সংঘর্ষ শুরু হলে তা থামাতে উভয়পক্ষের ওপরে অ্যাকশনে নামে পুলিশ। ত্রিপক্ষীয় মারমুখী এই পরিস্থিতিতে গুলিবর্ষণের ঘটনাও ঘটে। এসময় বেশ কয়েকজন গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন, তাদেরই একজন অনলাইন পোর্টাল বার্তা বাজারের স্থানীয় প্রতিনিধি বুরহান উদ্দিন মুজাক্কির। পেশাগত দায়িত্ব পালনের সময় কোনও এক পক্ষের গুলিতে রক্তাক্ত হন মাত্র ২৫ বছর বয়সী এই সাংবাদিক। উন্নত চিকিৎসা দিতে ঢাকায় আনা হলেও বাঁচানো সম্ভব হয়নি তাকে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here