প্রিতম মজুমদার: সাংস্কৃতিক ব্যক্তিত্ব সমর রায় ও আলী আফরোজ পিনুর স্মরণে সম্মিলিত সাংস্কৃতিক জোট কুষ্টিয়া জেলা শাখার আয়োজনে শনিবার বিকেলে পৌরসভার বিজয় উল্লাস চত্বরে শোকসভা অনুষ্ঠিত হয়েছে।
সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি খোকন সিরাজুল ইসলামের সভাপতিত্বে শোক সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আজগর আলী, স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি ডাঃ এএফএম আমিনুল হক রতন, ওয়াকার্স পার্টির পলিটব্যুরো সদস্য কমরেড নূর আহমেদ বকুল, ইসলামী বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডীন অধ্যাপক ড. সরওয়ার মূর্শেদ, শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম, উদীচী কুষ্টিয়া শাখার সভাপতি এ্যাড. অনুপ কুমার নন্দী, রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদের কেন্দ্রীয় কমিটির সদস্য অশোক সাহা, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সহ-সভাপতি জাফর আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক স্বপন মাহমুদ, কুষ্টিয়া উদীচীর সাধারণ সম্পাদক গোপা সরকার, সাংস্কৃতিক ব্যক্তিত্ব আসলাম আলী, আবু আকরাম, জেলা ওয়াকার্স পার্টির সাধারণ সম্পাদক কমরেড হাফিজ সরকার, জেলা জাসদের প্রচার সম্পাদক কারশেদ আলম প্রমুখ।
জাহেদুল হক মতিনের পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সম্মিলিত সাংস্কৃতিক জোট কুষ্টিয়া শাখার সাধারণ সম্পাদক জনাব শাহীন সরকার।
বক্তাগণ বলেন সমর রায় এবং আলী আফরোজ পিনু কুষ্টিয়ার প্রগতিশীল সাংস্কৃতিক কর্মকান্ডকে বিকশিত করেছেন। তাদের আদর্শের বাস্তবায়নের মাধ্যমে আমরা তাদের প্রতি শ্রদ্ধা নিবেদনের করব।
প্রয়াত সমর রায়ের সহধর্মিণী শম্পা রায়ও শোকসভায় বক্তব্য রাখেন। কুষ্টিয়ার সাংস্কৃতিক অঙ্গনের মানুষজন শোকসভার উপস্থিত ছিলেন।