সাভারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ছয়টি ফার্মেসীকে জরিমানা

0
113
সাভারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ছয়টি ফার্মেসীকে জরিমানা

মোঃইয়াসিন, সাভার (ঢাকা) প্রতিনিধি: ঢাকার সাভারে অনুমোদনহীন ও আমদানি নিষিদ্ধ ঔষধ বিক্রয়ের অভিযোগে ৬ টি ফার্মেসিকে ২ লক্ষ ৮৫ হাজার টাকা অর্থদন্ড করেছে র‌্যাব-৪ এর ভ্রাম্যমান আদালত।বৃহস্পতিবার (২১ জানুয়ারি) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৪। এছাড়াও অভিযান শেষে আনুমানিক ২ লক্ষ টাকা মূল্যের বিক্রয় নিষিদ্ধ বিভিন্ন অবৈধ ঔষধ জব্দ করে ধ্বংস করা হয়।

এর আগে র‌্যাব-৪ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আনিসুর রহমানের নেতৃত্বে বুধবার(২০জানুয়ারি) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত সাভার বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে সাগর মেডিক্যাল ৭৫,০০০ টাকা, আল মুস্তাকিম ফার্মেসী ২৫,০০০ টাকা, মুক্তি ফার্মেসী ৭৫,০০০ টাকা, শিকদার ফার্সেসী ৫০,০০০ টাকা সুমন ফার্মেসী ৫০,০০০টাকা, জয় ফার্মেসী ১০,০০০ টাকা অর্থদন্ড প্রদান করা হয়। র‌্যাব জানায়, ঔষধ তত্ত্বাবধায়ক মোঃ মওদুদ আহম্মেদসহ ঔষধ প্রশাসন অধিদপ্তর এর সহযোগিতায় মোবাইল কোর্ট পরিচালনা করে মেয়াদোত্তীর্ণ, অনুমোদনহীন ও আমদানি নিষিদ্ধ ঔষধ বিক্রয়ের অপরাধে ৬ টি ফার্মেসির মালিক’কে জরিমানা করা হয়েছে। র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ আনিসুর রহমান বলেন, ভবিষ্যতে জনস্বাস্থ্যের সুরক্ষার্থে র‌্যাবের এ ধরনের অনুমোদনহীন নকল ঔষধ প্রতিরোধে অভিযান অব্যাহত থাকবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here