রাশিদুল ইসলাম (নাটোর) প্রতিনিধি: নাটোরের লালপুরে অজ্ঞাত পরিচয়ে তিন যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার (৫ ডিসেম্বর) রাতের কোনো এক সময় উপজেলায় দয়ারিয়া-কাশিমপুর সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় পড়ে তাদের মৃত্যু হয়। দুর্ঘটনার পরে রাতভর রাস্তায় পড়ে ছিলো তাদের লাশ। স্থানীয় সূত্রে জানা গেছে, গভীর রাতে দয়ারিয়া-কাশিমপুর সড়কে ফাঁকা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে মোটরসাইকেলটি ধাক্কা খায়। এতে তিন আরোহী যুবক ঘটনাস্থলেই নিহত হন। বিষয়টি কেউ জানতে না পাওয়ায় সারা রাত তাদের লাশ সেখানেই পড়ে ছিলো।
রোববার (৬ ডিসেম্বর) সকালে রাস্তার পাশে লাশ মোটরসাইকেল পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পরে লালপুর থানার পুলিশ এসে নিহতদের লাশ উদ্ধার করে। এ ঘটনায় লালপুর থানার ওসি সেলিম রেজা জানান, নিহত তিন যুবকের পরিচয় এখনও পাওয়া যায়নি। তবে নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।