ওয়াহেদুজ্জামান হাসু: ২১ জুন ২০২০ রবিবার একসাথে দুটি মহাজাগতিক ঘটনা প্রত্যক্ষ করবে পৃথিবীবাসী। একই দিনে দুটি মহাজাগতিক ঘটনা বিরলই বটে।
১ নং ঘটনাঃ-
এদিন উত্তর গোলার্ধে সবচেয়ে বড় দিন এবং সবচেয়ে ছোট রাত। অপরদিকে দক্ষিণ গোলার্ধে এর বিপরীত ঘটনা ঘটে। তার মানে হল এদিন দক্ষিণ গোলার্ধে সবচেয়ে ছোট দিন আর সবচেয়ে বড় রাত।
২১শে মার্চের পর থেকে সূর্য ক্রমশ উত্তর দিকে হেলতে থাকে এবং ২১শে জুন ঠিক মধ্যান্নে সূর্যের সবচেয়ে উত্তরায়ণ হবে অর্থ্যাৎ সূর্য কর্কটক্রান্তি রেখার উপর লম্বভাবে কিরণ দেবে। তার মানে হল কর্কটক্রান্তি রেখা বরাবর দুপুরে কোন ব্যাক্তি বাইরে সূর্যালোকে দাড়ালে ভূপৃষ্ঠে তার কোন ছায়া পড়বেনা।
বাংলাদেশের ঝিনাইদহ, মাগুরা, ফরিদপুর, মাদারীপুর, শরিয়তপুর, চাঁদপুর, কুমিল্লা ও খাগড়াছড়ি জেলার উপর দিয়ে কর্কটক্রান্তি রেখা গেছে।
এরার আসুন যেনে নিই কর্কটক্রান্তি রেখাটা আসলে কি।
বিজ্ঞানীরা পৃথিবীর মাঝ বরাবর পশ্চিম থেকে পূর্ব দিকে একটি রেখা কল্পনা করেছেন, যার কৌনিক দুরত্ব ০ ডিগ্রি। এটা হল বিষুব রেখা। বিষুব রেখার উত্তরে, উত্তর গোলার্ধ আর দক্ষিণে, দক্ষিণ গোলার্ধ।
বিষুবরেখা থেকে উত্তরে ১ডিগ্রি, ২ডিগ্রি, ৩ ডিগ্রি — এভাবে গননা করতে করতে কৌনিক দুরত্ব পরিমাপ করা হয়। উত্তর গোলার্ধের যে কোন স্থানের কৌনিক দুরত্বকে উত্তর অক্ষাংশ বলা হয়। তদ্রুপ দক্ষিণ গোলার্ধের কোন স্থানের কৌনিক দুরত্ব কে দক্ষিণ অক্ষাংশ বলা হয়।
২৩ ডিগ্রি ২৬ মিনিট উত্তর অক্ষাংশ বরাবর যে রেখাটি কল্পনা করা হয়েছে এটাই কর্কটক্রান্তি রেখা।
২ নং ঘটনাঃ-
সূর্যগ্রহন হল আরেকটি মহাজাগতিক ঘটনা
রবিবার সকালেই পৃথিবীবাসী সূর্যগ্রহন প্রতক্ষ করতে পারবে ।
কিভাবে সূর্যগ্রহন হয় সেটির সংক্ষিপ্ত ব্যাখ্যায় আসা যাক ।
পৃথিবী এবং চাঁদ নিজ অক্ষের উপর ঘুরতে ঘুরতে এমন এক অবস্থানে আসবে যখন সূর্য, চাঁদ, পৃথিবী একই সরল রেখায় অবস্থান করে তখন সূর্যগ্রহন সংঘটিত হয়। এসময় সূর্যের আলো পৃথিবীতে পড়তে চাঁদ বাধা সৃস্টি করে। আর চাঁদের কারণে আমরা কিছু সমযের জন্য সূর্যকে দেখতে পাইনা। অর্থ্যাৎ চাঁদের ছায়া পৃথিবীতে পড়াকেই সূর্যগ্রহন বলে।
বাংলাদেশ ভূখন্ড থেকে রবিবার সকাল ১১টা ১৯ মিনিটে এই গ্রহন দেখা যাবে এবং দুপুর ২টা ৫৫ মিনিটে গ্রহন শেষ হবে।
তো আসুন দ্বিতীয় মহাজাগতিক ঘটনাটিও প্রতক্ষ করি। তবে সাবধান খালি চোখে সূর্যগ্রহন দেখার চেষ্টা করবেন না।
আর সামাজিক দুরত্ব বজায় রাখবেন অবশ্যই।