মোঃ ছালাহ্ উদ্দিন, বিশেষ প্রতিনিধি: সোনাগাজীর চরমজলিশপুর ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের কর্মী সভা কুঠিরহাট বাজারে ইউনিয়ন সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হয়েছে। ২০ জানুয়ারী বুধবার বিকালে ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের সভাপতি বেলাল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি জিয়াউল হক হাজারী। চরমজলিশপুর ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের কর্মী সভার অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন সোনাগাজী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌরমেয়র এড. রফিকুল ইসলাম খোকন।
প্রধান বক্তা ছিলেন সোনাগাজী উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি ও বিআরডিবির চেয়ারম্যান মোঃ ফারুক হোসেন। উপজেলা সেচ্ছাসেবক লীগের সিনিয়র সহ-সভাপতি জসিম উদ্দিন সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন জেলা সেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক বাবু শম্ভু বৈষ্য, উপজেলা যুবলীগের সভাপতি আজিজুল হক হিরণ, সিনিয়র সহ-সভাপতি জামাল উদ্দিন, সাধারণ সম্পাদক ও চরদরবেশ ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম ভুট্টু, ইউনিয়ন আওয়ামীলিগের সভাপতি মাস্টার নুরনবী, সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান এমএ হোসেন।
এসময় আরো উপস্থিত ছিলেন চরমজলিশপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি আনোয়ার খায়ের, সাধারণ সম্পাদক ওমর ফারুক সহ উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের সেচ্ছাসেবক লীগের নেতাকর্মীগন। ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের কর্মী সভা অনুষ্ঠান শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।