কুষ্টিয়া প্রতিনিধি: বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মাহবুব-উল আলম হানিফ এর করোনা মুক্তি লাভ হওয়ায় এবং তার স্ত্রী ফৌজিয়া আলমের রোগমুক্তির জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেলে মিরপুর উপজেলার পোড়াদহ ইউনিয়নের স্বরুপদহ খাঁ পাড়ার মোড়ে এ দোয়া মাহফিল অনুষ্টিত হয়। বক্তব্য রাখেন জেলা কৃষক লীগের সহসভাপতি ইব্রাহিম খলিল, ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন, সাবেক সহ সভাপতি নুরুল মৃধা, উপজেলা সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান শারমিন আক্তার নাসরিন, উপজেলা শ্রমিক লীগের সহসভাপতি সেলিম হাসান মেম্বার, কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক মকবুল হোসেন। উপজেলা মৎস্যজীবী লীগের সভাপতি বেনজির আহমেদ পলাশ।
দোয়া মাহফিলে আওয়ামীলীগ নেতাসহ অসুস্থ সকল সদস্য ও পরিবারবর্গের সুস্থতা কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। এসময় স্থানীয় বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
