জিহাদুল ইসলাম সুমন, নিজস্ব প্রতিনিধি : বাংলাদেশ ফরায়েজি আন্দোলনে সংগ্রামী আমির ও বাহাদুরপুরের পীর মাওলানা আব্দুল্লাহ মোহাম্মদ হাসান কে বাংলাদেশের সর্ববৃহৎ অরাজনৈতিক সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশ এর নায়েবে আমির নির্বাচিত হওয়ায় শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাহাদুরপুর শরীয়াতিয়া কামিল মাদরাসা ছাত্র সংসদের ভি.পি.সুমন।
তিনি বলেন পীর সাহেব বাহাদুরপুর এদেশের তাওহিদি জনতার আস্থার স্থল তিনি এবং তার পূর্বপুরুষ এদেশে ইসলাম বিরোধিদের কঠর হস্তে দমন করেছেন, ইংরেজ বিরোধি আন্দোলনের মাধ্যমে এদেশের মানুষের ভাগ্যপরিবর্তনেরদ্বার উম্মচন করেছেন হাজী শরীয়তুল্লাহ রহ. ও তার যোগ্য আওলাদ পীর মোহসেন উদ্দিন দুদু মিয়া রহ.। এই বংসের সকল পীরেরাই ইসলামের জন্য নিজেদের জীবন যৌবন বিষর্জন দিয়েছেন জেল, জুলুম, নির্যাতন
সহ ইংরেজ কারাগারে দীর্ঘ কয়েক বছর কারাবরন করেছেন। কাদিয়ানিদের রাষ্ট্রিভাবে অমুসলিম ঘোষনার দাবিতে বিভিন্ন সময়ে তারা আন্দোলন করেছেন।