” যাত্রীবাহী বাসে মিলল প্রায় ২২ লাখ টাকার হেরোইন ” খবর দিয়ে শুরু করছি দৈনিক বার্তা24 এর নিউজ আপডেট । আমরা সম্প্রতি ঘটে যাওয়া বিষয়গুলো সংকলন করে আপনাদের সামনে নিয়ে আসছি। যারা নিয়মিত সংবাদপত্র বা অন্য মাধ্যমের খবরগুলোতে চোখ রাখার সময় পান না। তাদেরকে এই আয়োজনটি হালনাগাদ থাকতে সাহায্য করবে |
যাত্রীবাহী বাসে মিলল প্রায় ২২ লাখ টাকার হেরোইন | সারা সপ্তাহের খবর
রংপুর সিটির কাউন্সিলর গ্রেপ্তার
রংপুর সিটি করপোরেশনের ১৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও তাজহাট থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকারিয়া আলম ওরফে শিপলুকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাত সাড়ে নয়টায় নগরের দর্শনা মোড় রেলগেট এলাকায় বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। জাকারিয়া চারটি মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি বলে নিশ্চিত করেছেন রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহফুজ রহমান।
নেত্রকোনায় গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী পলাতক
নেত্রকোনার কলমাকান্দায় ইসরাত জাহান (১৯) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় উপজেলার নাজিরপুর ইউনিয়নের ফকির চান্দুয়াইল গ্রামের একটি বসতঘর থেকে পুলিশ লাশটি উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য লাশ নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
যাত্রীবাহী বাসে মিলল প্রায় ২২ লাখ টাকার হেরোইন
কুষ্টিয়ার মিরপুর উপজেলায় একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ১ কেজি ৮০ গ্রাম হেরোইন জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ০৬ এপ্রিল বৃহস্পতিবার দুপুরে জেলার মিরপুর-দৌলতপুর সড়কে চলাচলকারী ‘সাদিয়া পরিবহন’ নামের বাস থেকে এ মাদক জব্দ করা হয়।
বঙ্গবাজারে বরিশাল প্লাজায় আগুন
রাজধানীর বঙ্গবাজারের পাশের বরিশাল প্লাজায় আগুন লাগার ঘটনা ঘটেছে। ০৮ এপ্রিল শনিবার সকাল ৮টা ৫ মিনিটে সেখানে আগুন লাগে। তবে ৪০ মিনিটের মধ্যে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
বাবার মোটরসাইকেল থেকে পড়ে মেয়ের মৃত্যু
মেহেরপুরের গাংনীতে বাবার মোটরসাইকেল থেকে পড়ে বেবী খাতুন (৩৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল ৬টার দিকে উপজেলার মেহেরপুর-কুষ্টিয়া সড়কের চোখতোলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত বেবী উপজেলার রায়পুর গ্রামের তুষার আলীর স্ত্রী। তিনি একই গ্রামের রাহিম উদ্দিনের মেয়ে।
ঢাবি ক্যাম্পাসে বর্ষবরণের অনুষ্ঠান শেষ করতে হবে বিকেল পাঁচটার মধ্যে
১৪ এপ্রিল দেশজুড়ে উদযাপিত হবে ‘বাংলা নববর্ষ-১৪৩০’–এর প্রথম দিন পয়লা বৈশাখ। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রতিবছরের মতো এবারও মঙ্গল শোভাযাত্রা হবে। শোভাযাত্রার এবারের প্রতিপাদ্য ‘বরিষ ধরা-মাঝে শান্তির বারি’। এবারের বর্ষবরণের আয়োজন বিকেল পাঁচটার মধ্যে শেষ করতে বলেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। নববর্ষের দিন ক্যাম্পাসে বিকেল পাঁচটার পর কোনোভাবেই প্রবেশ করা যাবে না, শুধু বের হওয়া যাবে। ওই দিন ক্যাম্পাসে ভুভুজেলা বাঁশি বাজানো ও বিক্রি করা যাবে না।
রানা প্লাজার মালিক সোহেল রানা জামিন
ঢাকার সাভারে রানা প্লাজা ধসে হতাহতের ঘটনায় করা মামলায় ভবনের মালিক সোহেল রানা জামিন পেয়েছেন। বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি শাহেদ নূরউদ্দিনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ ০৬ এপ্রিল বৃহস্পতিবার এ রায় দেন।
হজযাত্রী নিবন্ধনের সময় ১১ এপ্রিল পর্যন্ত বাড়ল
পবিত্র হজ পালনে নিবন্ধনের সময় আবারও বাড়ানো হয়েছে। বর্ধিত সময় অনুযায়ী ১১ এপ্রিল পর্যন্ত নিবন্ধন করতে পারবেন হজযাত্রীরা। এ নিয়ে আটবার চলতি মৌসুমে হজযাত্রী নিবন্ধনের সময় বাড়ানো হলো।
০৬ এপ্রিল বৃহস্পতিবার ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের হজ-১ শাখার উপসচিব আবুল কাশেম মুহাম্মদ শাহীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আগুনের ভয়াবহ ঝুঁকিতে গাউছিয়া মার্কেট
“রাজধানীর গাউছিয়া মার্কেট অগ্নি ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নত করেছে ফায়ার সার্ভিস। বৃহস্পতিবার (৬ এপ্রিল) সকালে দোকান মালিক সমিতিকে সাথে নিয়ে যৌথভাবে পরিদর্শন কার্যক্রম চালিয়েছে এনএসআই, ডিজিএফআই ও ফায়ার সার্ভিস।
ইরানে চুল খোলা রাখায় দুই নারী গ্রেপ্তার
ইরানে জনসমক্ষে চুল ঢেকে না রাখায় দুই নারীর মাথায় এক ব্যক্তি বাটি থেকে দই ঢেলে দিয়েছেন। এরপর ওই দুই নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সেই সঙ্গে দই ঢেলে দেওয়া ব্যক্তিকেও গ্রেপ্তার করা হয়েছে।এ ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে। এতে দেখা যায়, ওই দুই নারী একটি দোকানে গিয়েছেন। সেখানে এক ব্যক্তি তাদের মাথায় দই ঢেলে দেন। এরপর হামলাকারীকে দোকান থেকে ধাক্কা দিয়ে বের করে দেন দোকানদার।
বিদেশি ইউটিউবারকে হেনস্তাকারী বৃদ্ধ গ্রেপ্তার
বিদেশি ইউটিউবারকে হেনস্তাকারী বৃদ্ধ গ্রেপ্তার হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ ট্যুরিস্ট পুলিশ। গত কিছুদিনে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়া এক ভিডিও তে দেখা যায় একজন অস্ট্রেলিয়ান ট্যুরিস্ট বাংলাদেশে ঘুরতে এসে ভ্লগ করতে থাকেন রাজধানির কারওয়ান বাজারে।
আরও দেখুনঃ