অনলাইনে ক্লাস নিতে যাচ্ছে বশেমুরবিপ্রবি

0
91
অনলাইনে ক্লাস নিতে যাচ্ছে বশেমুরবিপ্রবি

রিফাত ইসলাম, বশেমুরবিপ্রবি প্রতিনিধি: অনলাইন ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে ক্লাস নেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করেছে গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রশাসন।

সোমবার (২৯ জুন) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভারপ্রাপ্ত) ড. মো: শাহজাহান ও বিভাগীয় চেয়ারম্যানদের সমন্বয়ে আয়োজিত এক ভার্চুয়াল মিটিংয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

এ বিষয়ে উপাচার্য বলেন, “অনলাইন ক্লাস নেওয়ার ব্যাপারে প্রতিটি অনুষদের ডীন ও বিভাগীয় প্রধানদের সাথে আলোচনা করেছি। তাদের প্রত্যেকেই এ বিষয়ে একমত পোষণ করেছেন।”

তবে কবে থেকে ক্লাস শুরু হবে? এমন প্রশ্নের জবাবে তিনি আরও জানান, “প্রতিটি বিভাগ শিক্ষকদের মাঝে আলোচনা সাপেক্ষে, সুবিধা মতন ক্লাস শুরু করব।
যত দ্রুত সম্ভব ক্লাস শুরু করার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে।”

এবিষয়ে আরও জানা গেছে যে, বিভিন্ন বিভাগের প্রধানরা তাদের বিভাগের সকল ক্লাস প্রতিনিধিদের সাথে আলোচনা করে ক্লাস শুরু করার জন্য যথাযথ প্রচেষ্টা চালাচ্ছেন।

উল্লেখ্য, এর আগে গত ২৩ শে মার্চ ইউজিসি প্রদত্ত এক বিজ্ঞপ্তিতে করোনা পরিস্থিতিতে, দেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোকে অনলাইনে ক্লাস নেওয়ার ব্যাপারে উৎসাহিত করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here