অবশেষে করোনায় মৃত্যুর মিছিল থামল ইতালিতে

0
82
অবশেষে করোনায় মৃত্যুর মিছিল থামল ইতালিতে

সাবিহা মঞ্জুর অনিকা, নিজস্ব প্রতিবেদক: প্রাণঘাতী করোনায় বিপর্যস্ত ইতালি দিন দিন উন্নতির দিকে যাচ্ছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে মৃতের সংখ্যা শূন্যতে নেমে এসেছে। এ রকম একটি সুসংবাদ দিয়েছে ইতালি সিভিল প্রটেকশন বিভাগ।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, দেশটির ১১ অঞ্চলে গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ এ একটিও মৃত্যুর ঘটনা রেকর্ড হয়নি। এ রকম সংবাদে দেশটির জনগণ স্বস্তির নিঃশ্বাস ফেলেছে।

স্থানীয়রা বলেন, আমরা কঠিন বিপদ অতিক্রম করে আজ সহজ জীবনের প্রত্যাশায় এগিয়ে যাচ্ছি। সরকারের নিয়মনীতি মানার পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে জীবন পরিচালনা করতে হচ্ছে। শিগগিরই স্বাভাবিক জীবনে ফিরে যেতে চায় তারা।

কোভিড -১৯ এর ২৪ ঘণ্টার মধ্যে একটিও মৃত্যু নেই এমন অঞ্চলগুলো মার্কে, টাস্কানি, ক্যাম্পানিয়া, সিসিলি, আব্রুজ্জো, সার্ডিনিয়া, ভ্যালে ডি আওস্তা, ক্যালাব্রিয়া, মোলিস, বেসিলিকাটা, ট্রেন্টিনো আল্টো অ্যাডিজ উল্লেখযোগ্য।

ইতালিতে প্রথম করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হওয়ার আগেই গত ১৮ ডিসেম্বর দেশটির মিলান ও তুরিন শহরের বর্জ্য পানিতে এ ভাইরাসের অস্তিত্ব খুঁজে পেয়েছিলেন বিজ্ঞানীরা। ইতালির দ্য ন্যাশনাল ইনস্টিটিউট অব হেলথের (আইএসএস) বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।

চীনা কর্মকর্তারা গত ডিসেম্বরের শেষ দিকে প্রথম করোনাভাইরাস রোগী শনাক্তের বিষয়টি নিশ্চিত করেন। ইতালিতে প্রথম করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হয়েছিল ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে।

জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, ইতালিতে কোভিড-১৯ আক্রান্ত হয়ে প্রায় ৩৫ হাজার মানুষের মৃত্যু হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here