একজন মহত চিকিৎসক ডাঃ মুসা কবির

0
239

লেখকঃ কাজী নির্জনা: আজ আমি আপনাদের সাথে কিছুদিন আগে আমার সাথে ঘটে যাওয়া একটা বিষয় শেয়ার করব। প্রথমে ধন্যবাদ Doctor Musa Kobir sir আমার বাবা আজ থেকে ২০ দিন আগে মতো হবে বাবার হঠাৎ জ্বর 101 বা 102 সব সময় থাকতো আমরা তো ভয় পেয়ে গিয়েছিলাম যেহেতু আমার বাবা ব্যবসায়ী সে দোকানে যায় অনেক রকম মানুষ তার দোকানে আসে কোথা কি হয়েছে যেহেতু এমন একটা অসময় কোন ডাক্তার ছিল না কোন জায়গাতেই না সোনা টাওয়ারের না পপুলার জ্বর তিন দিন হয়ে গেছে জ্বর সাথে ছিল না আর কুষ্টিয়াতে করোনা চিকিৎসা এর ডাক্তার হিসাবে চিনলে আমি ডাক্তার মুসা কবির কে চিনি। জ্বর কমার কোনো লক্ষণ ছিল না আমি কোন উপায় না পেয়ে আমি ডক্টর কে বারবার কল করি রীতিমতো তাকে বিরক্ত করি কারণ বাবার অবস্থা উন্নতি হচ্ছিল না কোনোভাবেই হঠাৎ করে দেখি সন্ধ্যা 7:30 বা 8 টা বাজে স্যার নিজেই আমাকে কল ব্যাক করেছেন আমি তাকে আমার বাবার সমস্যাগুলো বলি সে শুনে আমাকে তাৎক্ষণিক কিছু ওষুধ দেন আমি ওগুলো বাবাকে দিতে থাকি তবুও কোনো রকম জ্বর কমে বা দিন দিন বারতে থেকে।

আমি স্যার কে কল দিয়ে পতিদিন এর উপডেট দিতাম বাবার যখন অনি দেখলো জ্বর কমছে না আমাকে বলল আপনি পপুলারে চলে যান আমি আপনাকে টেস্ট করে ব্যবস্থা করে দিচ্ছি আমি ওখানে যাওয়ার পর আমার কিছু করতে হয় নাই শুধু কি আমি নাম বলেছি আমার বাবার যত রকমের টেস্ট উনারা করে দিয়েছে এমনকি রিপোর্ট তুলে দেওয়া টা পর্যন্ত আমার কষ্ট করে করতে হয় নায় যেহেতু স্যার আমার বাবাকে অনলাইনে ফোন কলের মধ্যেমে চিকিৎসা দিতে রিপোর্টগুলো ছবি তাৎক্ষনিক স্যারের কাছে চলে গেল তারাই রিপোর্টের সবগুলো কপি স্যার কে সেন্ড করলো রিপোর্ট আসলো আমার বাবার নিউমোনিয়া হয়েছে এর ফলে তার ফুসফুসে অনেকখানি জায়গা ইনফেকশন হয়ে গিয়েছে তাইতো জ্বর সারতে ছিল না।

পপুলারের যে ফার্মেসিতে আছে ওখানে কল দিয়ে ওই ভাইদের কাছে ধরিয়ে দিলাম স্যার তাদের সাথে কথা বলে আমাকে প্রেসক্রিপশন করে দিল ফোন কলের মাধ্যমে সে ঔষধ বাবা চলতে থাকে 7 দিনের এরমধ্যে হঠাৎ করে একদিন রাত্রেবেলা তখন সাড়ে আটটা বা 9 টা বাজে আব্বু শ্বাসকষ্ট সমস্যা শুরু হয় আমরা তো ভয় পেয়ে যাই স্যার কে কল দেই স্যার আমাকে বলে আশেপাশে কোন ফার্মেসি থাকলে আমাকে দোকানে গিয়ে ফোনটা ধরিয়ে দাও আমি পপুলারের ফার্মেসীতে গিয়ে স্যারের সাথে কথা বলিয়ে দেয় স্যার তাদের ওষুধ লিখে দেয় ওষুধ দেন সাথে ইনহেলার ও ছিল স্যার ব্যাকআপ হিসেবে ইনহেলারটা দিয়ে দিয়েছিল যদি রাতে কোন বড় ধরনের সমস্যা হয় কয়জন আছে বলেন এরকম সাধারণ মানুষদের নিয়ে ভাবার জন্য। আল্লাহর রহমতে আমার বাবা এখন পুরোপুরি সুস্থ তাকে গতদিন আবারো সেম টেস্টগুলো করানো হয়েছে। তার অসুখ একেবারে ১০০% সেরে গিয়েছে স্যার আজকে আমার বাবার রিপোর্ট গুলো দেখে বলে দিয়েছে তিনি পুরোপুরি সুস্থ এখন আসল কথাটা হচ্ছে আজকালকার দিনে এরকম ডাক্তার পাওয়া যায় সবাইতো বলে ডাক্তার মানে কসাই আসলেই কি তাই অসময়ে যখন কোন ডাক্তার পাওয়া যাচ্ছিল না তাকে একটা কল করে আমি পেয়েছি সে আমার কোন পরিচিত না আমি কোন বড় নেতাদের ধরেও তার পর্যন্ত যায়নি সে একজন সাধারন মানুষ জেনেই আমার বাবা কে সেবা দিয়েছে আজকে যখন তার নিকট বাবাই রিপোর্ট নিয়ে গিয়েছি তাকে বলেছি স্যার আপনি তো আমার বাবাকে এতদিন সেবা দিয়েছেন আপনার ভিজিট টা স্যার কোনোভাবেই ভিজিট নিতে রাজি না একটা কথাই বারবার বলতেছেন আমি তো ফোনে চিকিৎসা দিয়েছি আমি এভাবে চিকিৎসা দিয়ে কারো কাছ থেকে ভিজিট নেইনা আমিতো তাকে দেখিনি আমিতো ফোনের তাকে জাস্ট ওষুধ গুলো লিখে দিয়েছে আমি ভিজিট নিতে পারবো না এমনকি এ আজকে যে সে আমার বাবার রিপোর্ট গুলো দেখে দিল তারও সে ভিজিট নেননি কারন আমার বাবার কোন প্রেসক্রিপশন হয়নি সে কোন নতুন করে ওষুধ লেখেননি তার আর কোন ওষুধ প্রয়োজন নেই তাই যার কোন ওষুধ লেখেননি তার ভিজিট সে কেন নিবেন।

ভিজিট টা আসলে বড় কথা নয় টাকা বড় জিনিস নয় মনুষত্ব টা অনেক বড় সে ওই অসময় আমার বাবাকে চিকিৎসা দিয়েছেন অনেক বড় কিছু হয়ে যেতে পারত ডাক্তারের অভাবে হয়তো তার শত ব্যস্ততার ভিতরে আমি কল দিলেই আমার বাবার যখন যে সমস্যা হয়েছে তার সেবায় তিনি প্রদান করে গিয়েছেন আজও আমাদের শহরে কিছু ভালো মানুষ আছেন তাই হয়তো আমরা বেঁচে আছি তাদের চিকিৎসা আপনার কাছে সারাজীবন কৃতজ্ঞ থাকব আল্লাহ আপনার অনেক ভালো করুক অনেক ভালো থাকেন স্যার এটাই দোয়া করি? লেখায় কোন ভুল ত্রুটি থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here