এম. মতিন, চট্টগ্রাম প্রতিনিধি: করোনায় আক্রান্ত হয়ে বড় ভাইয়ের মৃত্যুর পরের দিনই আরেক দু:সংবাদ পেল দেশের শীর্ষস্থানীয় শিল্প গোষ্ঠি এস আলম পরিবার। এস আলম গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক সাইফুল আলম মাসুদের ৫ ভাই ও ১ ভাইয়ের স্ত্রীর পর এবার করোনায় আক্রান্ত হয়েছেন তার মা চেমন আরা বেগম (৮৫) এবং বড় ছেলে আহসানুল আলমের (২৬)। শনিবার চট্টগ্রামের ফৌজদারহাটে অবস্থিত বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসের (বিআইটিআইডি) ল্যাবের নমুনা পরীক্ষায় নতুন করে সাইফুল আলম মাসুদের মা ও ছেলের করোনা শনাক্ত হয়। রাতেই আইসিইউ সুবিধার একটি অ্যাম্বুলেন্সে তাদেরকে ঢাকায় নিয়ে যাওয়া হয়। চট্টগ্রাম নগরীর সুগন্ধা আবাসিক এলাকার ১ নম্বর রোডে তাদের পরিবারের বসবাস। করোনাভাইরাসও ছড়িয়েছে সেখান থেকেই। বাংলাদেশে যৌথ পরিবারের একটি অনন্য মডেল হিসেবে ওই বাড়িতে সব ভাইদের বসবাস। রান্নাও হয় একই হাঁড়িতে। তাই একজন কেউ আগে আক্রান্ত হওয়ায় বুঝে উঠার আগেই অন্যদের মধ্যে সংক্রমণ ছড়িয়ে পড়ে বলে সংশ্লিষ্টদের ধারণা। এর আগে ১৭ মে চট্টগ্রাম মেডিকেল কলেজের ল্যাবের পরীক্ষায় সাইফুল আলম মাসুদের ৫ ভাই এনআরবি গ্লোবাল ব্যাংকের পরিচালক মোরশেদুল আলম (৬২), এস আলম গ্রুপের পরিচালক রাশেদুল আলম (৬০), এস আলম গ্রুপের ভাইস চেয়ারম্যান আবদুস সামাদ লাবু (৫৩), ইউনিয়ন ব্যাংকের চেয়ারম্যান ও এস আলম গ্রুপের পরিচালক মোহাম্মদ শহীদুল আলম (৪৮) এবং এস আলম গ্রুপের পরিচালক ওসমান গণি (৪৫) ও এক ভাইয়ের স্ত্রী করোনায় আক্রান্ত হন।
এর মধ্যে শুক্রবার (২২ মে) রাত ১০টা ৫০ মিনিটে সাইফুল আলম মাসুদের বড় ভাই মোরশেদুল আলম করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউ ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায়
মারা যান। ছোট ভাই রাশেদুল আলম চট্টগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন। বাকীরা বাড়িতে আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন। তাদের শারীরিক অবস্থা যথেষ্ট স্থিতিশীল রয়েছে। তবে আজ রোববার (২৪ মে) এই ৪ জনকেও ঢাকায় নিয়ে যাওয়ার প্রস্তুতি চলছে বলে জানা গেছে। এদিকে এস আলম পরিবার করোনায় আক্রান্ত হওয়ার খবর শুনে গত ২১ মে সন্দেহে নমুনা দিয়েই করোনা শনাক্ত হন বিজিএমইর প্রথম সহ-সভাপতি ও এশিয়ান গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর এম এ সালামের বড় ছেলে চিটাগাং চেম্বার অব কমার্সের পরিচালক এশিয়ান গ্রুপের উপ ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) সাকিফ সালাম ও তার স্ত্রী।
নমুনা পরীক্ষা শেষে শনিবার সাকিফ আহমেদ সালাম ও তার স্ত্রীর শরীরে করোনা ধরা পড়েছে। তবে ২৬ বছর বয়সী সাকিফের মধ্যে জ্বর-গলাব্যথার মতো কোন উপসর্গ নেই। তার স্ত্রীর পূর্বে জ্বরের উপসর্গ থাকলেও বর্তমানে নেই। বর্তমানে স্ত্রীসহ সাকিফ আহমেদ সালাম ওআর নিজাম সড়কের ১ নম্বর রোডে নিজের বাড়িতেই আইসোলেশনে রয়েছেন।









