কক্সবাজার ল্যাবে একদিনে ১৭ জনের করোনা ভাইরাস শনাক্ত

0
153
রূপগঞ্জে করোনায় নতুন আক্রান্ত ৩ মোট ১৯

কায়সার হামিদ মানিক,কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে বৃহস্পতিবার (৩০ এপ্রিল) আরো ১৭ জন করোনা ভাইরাস রোগী শনাক্ত করা হয়েছে। তাদের মধ্যে শুধুমাত্র কক্সবাজার জেলার ১৩ জন করোনা ভাইরাস রোগী রয়েছে। এরিমধ্যে সদর উপজেলায় ৫ জন, পেকুয়া উপজেলায় ২ জন, উখিয়া উপজেলায় ২ জন এবং চকরিয়া উপজেলায় ৪ জন। বাকিদের মধ্যে ৩ জন নাইক্ষ্যংছড়ি উপজেলার ও একজন বান্দরবান এলাকার।  এটা কক্সবাজারে একদিনে সর্বোচ্চ সংখ্যক করোনা রোগী শনাক্ত হওয়ার রেকর্ড। বৃহস্পতিবার কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে ১২০ জন স্যাম্পল টেষ্টের মধ্যে ১০৩ জনের নমুনা নেগেটিভ পাওয়া যায়। বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. অনুপম বড়ুয়া।২৯ এপ্রিল পর্যন্ত কক্সবাজার জেলায় করোনা ভাইরাস আক্রান্ত রোগী ছিলো ২৪ জন। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) শনাক্ত হওয়া রোগীসহ কক্সবাজারের মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা হলো মোট ৩৭ জন। বৃহস্পতিবার সর্বপ্রথম পেকুয়া উপজেলায় ২ জন করোনা ভাইরাস রোগী শনাক্ত হয়। কক্সবাজার জেলার করোনা ভাইরাস আক্রান্ত রোগীর মধ্যে মহেশখালীতে ১০ জন, কক্সবাজার সদর উপজেলায় ৭ জন, চকরিয়া উপজেলায় ৭ জন, উখিয়া উপজেলায় ৬ জন, টেকনাফ উপজেলায় ৪ জন, পেকুয়া উপজেলায় ২ এবং রামু উপজেলায় ১ জন রোগী রয়েছে।

দৈনিক বার্তা ২৪ / ৩০ এপ্রিল ২০২০।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here