করোনাভাইরাস নিয়ন্ত্রণে সময় লাগতে পারে পাঁচ বছর

0
101
করোনাভাইরাস নিয়ন্ত্রণে সময় লাগতে পারে পাঁচ বছর

সাবিহা মঞ্জুর অনিকা, নিজস্ব প্রতিবেদক: প্রাণঘাতী কোভিড-১৯ নিয়ন্ত্রণে আসতে চার বা পাঁচ বছর সময় লাগবে এবার এমনই তথ্য জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (হু) প্রধান বিজ্ঞানী। বুধবার (১৩মে) বিশ্ব স্বাস্থ্য সংস্থার (হু)-এর প্রধান বিজ্ঞানী সৌম্য স্বামীনাথন করোনা নিয়ে পূর্বাভাস দিয়েছেন।

সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমস প্যানেলের আলোচনায় তিনি বলেন, ধরে নিন যে আমাদের একটি ভ্যাকসিন রয়েছে এবং তা দিয়ে আমরা বিশ্বের সকল মানুষকে দিতে সক্ষম হয়েছি। তারপরেও করোনা নিয়ন্ত্রনে আনতে আরও তিন থেকে চার বছর লাগতে পারে।তবে কত সময় লাগতে পারে আমি জানি না। সুতরাং আমি চার থেকে পাঁচ বছরের সময়সীমার মধ্যেই নিয়ন্ত্রণে আসার কথাই বলবো।

আমরা এটি নিয়ন্ত্রণ করার দিকে তাকিয়ে থাকতে পারি। স্বামীনাথন আরও বলেন, একটি ভ্যাকসিন বের করা ‘এখনই সবচেয়ে ভালো উপায় বলে মনে হচ্ছে’। তবে এই মূল্যায়নের বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন, এই মহামারি ’সম্ভাব্যতর খারাপ হতে পারে। তিনি আরও বলেন, যদি ভাইরাসটি পরিবর্তিত হয় তবে এটি একটি প্রতিষ্ঠিত ভ্যাকসিনকে অকার্যকর করে দিতে পারে। এদিকে, কভিড-১৯ আসলেই নির্মূল হবে কিনা তা নিয়ে সন্দেহ পোষণ করেছেন আরেক বিজ্ঞানী।

পিয়ট বলেন , ভাইরাসের সঙ্গে বেঁচে থাকার জন্য আমাদের একটি পথ খুঁজে পেতে হবে। সমাজকে শেষ পর্যন্ত প্রাদুর্ভাবগুলিতে বিস্তৃত লকডাউন থেকে আরও নির্দিষ্ট পদ্ধতির দিকে যেতে হবে। স্বামীনাথন বলেন, অর্থনীতি পুনরায় চালু করতে সংক্রমণের সংখ্যা এবং স্বাস্থ্যসেবা ব্যবস্থার সক্ষমতা অবশ্যই বিবেচনা করা উচিত

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here