সাবিহা মঞ্জুর অনিকা, নিজস্ব প্রতিবেদক : করোনায় আক্রান্ত হয়ে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) যাওয়ার পর তার জীবনের আশা ছেড়ে দিয়েছিলেন চিকিৎসকেরা। সেইসাথে ব্রিটিশ সরকার বরিসের বিকল্প চিন্তা করে রেখেছিলেন বলে জানা গেছে। এমনকি ব্রিটিশ প্রধানমন্ত্রীর মৃত্যু ঘোষণা দেওয়ারও প্রস্তুতি নিয়েছিলেন তারা।
বরিস জানান, আইসিইউতে তাকে বাঁচিয়ে রাখতে চিকিৎসকেরা প্রচুর অক্সিজেন দেন। ‘আমার শ্বাসনালী দিয়ে টিউব প্রবেশ করানোর সময় বাঁচার সম্ভাবনা ফিফটি-ফিফটি চলে আসে।’
রোববার দ্য সানকে দেয়া এক সাক্ষাৎকারে ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন, করোনায় আক্রান্ত হওয়া এটা একটা দুঃসহ স্মৃতি। একইসাথে চিকিৎসকেরা আমার মৃত্যু ঘোষণা দেয়ার প্রস্তুতি নিয়েছিলেন।’
বরিস গত ২৭ মার্চ করোনা পজিটিভ হন। কয়েক দিনের লড়াই শেষে সুস্থ হয়ে ফেরেন ব্রিটিশ এই প্রধানমন্ত্রী।
দৈনিক বার্তা ২৪ / ০৩ মে ২০২০।









