করোনায় আক্রান্ত হয়ে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক পরিচালকের মৃত্যু

0
89
করোনায় আক্রান্ত হয়ে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক পরিচালকের মৃত্যু

দিনাজপুর প্রতিনিধিঃ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক পরিচালক ডা. আব্দুল আহাদ আলী (৭২) মৃত্যুবরণ করেছেন। তার মৃত্যুতে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপিসহ বিভিন্ন মহল শোক জানিয়েছে।

বুধবার (১৭ জুন) সকালে দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার আলোকদিঘি ইউনিয়নে নিজ বাসভবনে তিনি মারা যান। করোনা আক্রান্ত হয়ে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক এই পরিচালকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন দিনাজপুরের সিভিল সার্জন ডা. মো. আব্দুল কুদ্দুছ।

তিনি জানান, বুধবার সকালে তিনি নিজ বাসভবনে মারা যান। এর আগে ৮ জুন দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজের আরটি পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষা করে তার করোনা আক্রান্তের তথ্য জানা যায়। স্বাস্থ্যবিধি মেনে তার দাফন করা হবে বলেও জানান তিনি।

এ পর্যন্ত জেলায় করোনা আক্রান্ত সংখ্যা ৪৪১জন, মৃত্যুর সংখ্যা দাড়ালো ৭ জনের এবং সুস্থ সংখ্যা ১৬৯ জন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here