করোনার বিষে নীল বিশ্ব

0
208


কাজী আবু মোহাম্মদ খালেদ নিজাম : নির্ঘুম রাত কাটে। বিছানার এপাশ ওপাশ গড়াগড়ি। রাতের নিস্তব্ধতা ভেংগে কুকুরের করুণ ডাক মনে নানা শংকা জাগায়। ফেসবুক, নিউজ পোর্টাল ঘেঁটে দেখি ভয় নিয়ে। না জানি কোন বিষাদভরা, কষ্টের সংবাদ চোখে পড়ে। ভোরের বাতাসে নি:শ্বাস নিতেও ভয় হয়। হয়তো সেই প্রাণসংহারি জীবকণা মিশেে আছে বায়ুকণার সাথে। জীবন শুধু নয় বিশ্বকেই একেবারে বিষে নীল করে দিল প্রাণঘাতী করোনা। নগরে কোলাহল নেই, শিশুদের উচ্ছ্বাস নেই। নেই হৈ হুল্লোড়। হাসি ভুলে গেছে মানুষ। সদা মৃত্যুভয় তাড়া করছে। জানালার ওপাশেই যেন করোনা। বের হলেই ধরবে গলাটিপে! নিষ্কৃতির পথ জানা নেই কারো।আকস্মিকভাবেই করোনা হামলে পড়েছে বিশ্বজুড়ে। ভাবার অবকাশই পায়নি কেউ। চিন্তা করা তো দূরে থাক। যত দিন যাচ্ছে মানুষের মনে শংকা জাগছে। এরইমাঝে কত প্রাণ কেড়ে নিল ভয়ংকর এই জীবানুটি। আধুনিক প্রযুক্তির শীর্ষে যাওয়া পৃথিবী একেবারে কোনঠাসা হয়ে গেল! মনে হয় কোন দু:স্বপ্ন পেরুচ্ছে প্রিয় এই আবাসভূমি।

 এ শতাব্দীর মানুষ এমন পরিস্থিতির মুখোমুখি হয়নি কখনো। নীল আকাশটাও যেন মলিনমুখে তাকিয়ে রয়েছে বিশ্বপানে। বিষাদের কালোছায়া সবখানে। উপরে দুহাত তুলে অসহায় পৃথিবীবাসী খোদার দরবারে আকুতি জানাচ্ছে যেন এই মহাসংকট থেকে মুক্তি পায়। এছাড়া যে কোন উপায়ই নেই। সব চিকিৎসক,বিশেষজ্ঞের চেষ্টা যেন ব্যর্থ! পুরো জগতটাকেই বদলে দিতে করোনা যেন শপথ নিয়েছে। ছাড়ছেনা কোন দেশকেই।ক’দিনেই করোনার বিস্তৃতি ঘটেছে সারাবিশ্বে। এমন দু:সহ দিনের যবনিকা ঘটুক, বিশ্ব ফিরে আসুক নতুনরূপে। যেখানে মানুষে মানুষে ভ্রাতৃত্ব ও সৌহার্দের মিনার গড়ে উঠবে। অন্যায়,অনিয়ম দূরিভূত হবে। হত্যা,লুণ্ঠণের শেষ হবে। ফিরে পাবে মানুষ তার অধিকার।এ আশায় দিনগুণি এই শান্ত অথচ উদ্বিগ্ন সময়টাতে। দৈনিক বার্তা ২৪ / ০৭ এপ্রিল ২০২০ ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here