করোনায় আক্রান্ত বিশ্বের দ্রুততম মানব

0
139
করোনায় আক্রান্ত বিশ্বের দ্রুততম মানব

সাবিহা মঞ্জুর অনিকা, নিজস্ব প্রতিবেদ: এবার প্রাণঘাথী করোনাভাইরাসে আক্রান্ত হলেন বিশ্বের দ্রুততম মানব জামাইকান দৌড়বিদ উসাইন বোল্ট। সোমবার রাত ১০টার দিকে নিজের টুইটার হ্যান্ডেলে একটি ভিডিও পোস্ট করে একথা জানান বোল্ট।

যদিও কোনও উপসর্গ না থাকায় বাড়িতেই কোয়ারেন্টাইন রয়েছেন তিনি। ভিডিওতে সে কথা জানানোর পাশাপাশি সবাইকে সতর্ক এবং বাড়িতে থাকতে আবেদনও জানান

তিনি বলেন, ‘‘সবাইকে গুড মর্নিং। আমি শনিবার করোনা পরীক্ষা করিয়েছিলাম। রিপোর্ট পজিটিভ এসেছে। তবে কোনও উপসর্গ না থাকায় এখন কোয়ারেন্টাইনে থাকব। সেলফ–আইসোলেশনে থাকব। এছাড়া অন্যান্য নিয়মগুলো মেনে চলব। সবাই সাবধানে থাকবেন। সবাই বাড়িতে থাকুন। চিন্তার কোনও কারণ নেই।”

চলতি বছরেই এক কন্যা সন্তানের বাবা হয়েছেন বোল্ট। সে কারণে রীতিমতো খুশিও ছিলেন তিনি। গত ২২ আগস্ট নিজের জন্মদিনে টুইটার হ্যান্ডেল থেকে মেয়েকে কোলে নিয়ে ছবিও তুলেছিলেন আটবারের অলিম্পিক সোনাজয়ী এই দৌড়বিদ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here