করোনা ভাইরাস সংক্রমন বিস্তার প্রতিরোধে কুষ্টিয়ার বিভিন্ন সড়কে জীবানুনাশক স্প্রে

0
191
করোনা ভাইরাস সংক্রমন প্রতিরোধে জীবনুনাষক স্প্রে

কুষ্টিয়া প্রতিনিধি : করোনা ভাইরাস সংক্রমন বিস্তার প্রতিরোধে কুষ্টিয়ার বিভিন্ন সড়কে জীবানুনাশক স্প্রে করা হচ্ছে। শনিবার সকাল থেকে কুষ্টিয়া জেলা পেট্রোল পাম্প মালিক সমিতির উদ্যোগে বেশ কয়েকটি লরিতে করে এ জীবানুনাশক স্প্রে করা হয়। একই সাথে করোনা প্রতিরোধে জনসচেতনতা মূলক প্রচার করা হয়।

এসময় কুষ্টিয়া জেলা পেট্রোল পাম্প মালিক সমিতির সভাপতি মোজাফফর রহমান, সহসভাপতি আক্তারুজ্জামান, সাধারণ সম্পাদক আব্দুল হাই তপো, যুগ্ম সম্পাদক রুহুল আমিনসহ নেতৃবৃন্দ ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। কুষ্টিয়া জেলা পেট্রোল পাম্প মালিক সমিতির যুগ্ম সম্পাদক রুহুল আমিন বলেন, করোনা ভাইরাস সংক্রমন বিস্তার প্রতিরোধে কুষ্টিয়ার বিভিন্ন সড়ক মহাসড়ক এবং পৌরসভার বিভিন্ন সড়কেও জীবানুনাশক স্প্রে করা হচ্ছে। তিনি বলেন, আমাদের নৈতিক দায়িত্ববোধের জায়গা থেকে কুষ্টিয়া জেলা পেট্রোল পাম্প মালিক সমিতির উদ্যোগে ১১টি লরিতে করে এ জীবানুনাশক স্প্রে করা হচ্ছে। দৈনিক বার্তা ২৪ / ০৪ এপ্রিল ২০২০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here