করোনা মোকাবেলায় সীমাবদ্ধতা কাটিয়ে উঠছে সরকার: ওবায়দুল কাদের

0
159
ওবায়দুল কাদেরঃ সকল ষড়যন্ত্র মোকাবেলা করে আওয়ামী লীগ বিজয়ের বন্দরে পৌঁছাবে
ওবায়দুল কাদের

সাবিহা মঞ্জুর অনিকা, নিজস্ব প্রতিবেদক:  দেশে চলমান করোনায় সংক্রমণ মোকাবেলায় সীমাবদ্ধতা কাটিয়ে উঠছে সরকার বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
শুক্রবার (১ মে) সরকারি বাসভবন থেকে ভিডিও বার্তায় তিনি এসব কথা বলেন।
 তিনি বলেন, ইতোমধ্যে আমাদের টেস্টের পরিমাণ বাড়ানো হয়েছে। এসময় তিনি উন্নত দেশের স্বাস্থ্য খাতের সীমাবদ্ধতা স্পষ্ট হয়ে উঠেছে উল্লেখ করে বলেন ‘আমাদের যেমন সীমাবদ্ধতা রয়েছে তেমনি রয়েছে দুর্যোগ মোকাবিলার অভিজ্ঞতা।
করোনা সংকটে বাংলাদেশ ও বিশ্ব পরিস্থিতি তুলে ধরে সেতুমন্ত্রী বলেন, ‘এ পরিস্থিতিতে বিশ্বের অনেক উন্নত দেশের স্বাস্থ্য খাতে সীমাবদ্ধতা স্পষ্ট হয়ে উঠেছে। আমাদের অনেক সীমাবদ্ধতা রয়েছে একথা যেমন সত্য, তেমনি আমাদের লড়াই ও সংগ্রাম করে বেঁচে থাকার ঐতিহ্য আছে, আছে অভিজ্ঞতা।
সাহস হারানোর কোনও কারণ নেই। এই সংকটে আমাদের রয়েছে শেখ হাসিনার মতো সাহসী ও সৎ নেতৃত্ব। আমাদের সীমাবদ্ধতা আমরা অতিক্রম করে যাচ্ছি। টেস্টিং ক্যাপাসিটি বাড়ছে। বেসরকারি হাসপাতাল সম্পৃক্ত করা হচ্ছে। এখন ২৯টি সেন্টারে করোনা পরীক্ষা করা হবে।’
 তিনি বলেন, ‘আসুন আমরা ঐক্যবদ্ধভাবে দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে চলমান কার্যক্রমকে এগিয়ে নিয়ে যাই। আমাদের সবার সম্মিলিত প্রয়াসে করোনার কালো মেঘ অচিরেই কেটে যাবে ইনশাল্লাহ।’
তিনি বলেন, ‘করোনা যোদ্ধারা ফ্রন্টলাইনে থেকে প্রতিদিন যে সাহসিকতার পরিচয় দিচ্ছেন, সেজন্য তাদের জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। সরকার ফ্রন্টলাইনে কর্মরত করোনা যোদ্ধাদের সুরক্ষা ও নিরাপত্তার বিষয়টি অগ্রাধিকার ভিত্তিতে বিবেচনায় নিয়েছে।’
তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতোমধ্যে পরিবহন শ্রমিকসহ সব শ্রমিকের তালিকা অনুযায়ী সাহায্য প্রদানের যে অঙ্গীকার করেছেন তা বাস্তবায়নে সংশ্লিষ্টদের অনুরোধ জানাচ্ছি।’
ওবায়দুল কাদের মহান মে দিবস উপলক্ষে আওয়ামী লীগের পক্ষ থেকে দেশের শ্রমজীবী মানুষদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান।

দৈনিক বার্তা ২৪ / ০১ মে ২০২০।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here