কর্মহীন মানুষের ব্যাংক হিসাবে এককালীন টাকা চলে যাবে – প্রধানমন্ত্রী

0
204
প্রধানমন্ত্রী: যুবসমাজের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা সরকারের অন্যতম অগ্রাধিকার
প্রধানমন্ত্রী শেখ হাসিনা

দৈনিক বার্তা ২৪ ডেস্ক : বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের সংকটকালীন সময়ে যে সকল দিনমজুর, রিকশা বা ভ্যান চালক, মটর শ্রমিক, নির্মাণ শ্রমিক, পত্রিকার হকার, হোটেল শ্রমিকসহ অন্যান্য পেশার যারা লকডাউনে কাজ হারিয়েছে তাদের নামের তালিকা করা হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তালিকা অনুযায়ী ওই সকল শ্রমিকের ব্যাংক হিসাবে এককালীন অর্থ পাঠানো হবে বলেও জানান প্রধানমন্ত্রী।

সোমবার (১৩ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টায় বাংলা নববর্ষ উপলক্ষে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কথা জানান। প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবন থেকে ভাষণটি বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারের মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হয়।

প্রধানমন্ত্রী আরও বলেন, করোনা সংকটে দিনমজুর, রিকশা বা ভ্যান চালক, মটর শ্রমিক, নির্মাণ শ্রমিক, পত্রিকার হকার, হোটেল শ্রমিকসহ অন্যান্য পেশার মানুষ যারা দীর্ঘ ছুটি বা আংশিক লকডাউনের ফলে কাজ হারিয়েছেন তাদের নামের তালিকা ব্যাংক হিসাবসহ দ্রুত তৈরির করার নির্দেশ দেওয়া হয়েছে। এই তালিকা প্রণয়ন সম্পন্ন হলে এককালীন নগদ অর্থ সরাসরি তাদের ব্যাংক হিসাবে পাঠানো হবে। এখাতে ৭৬০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। দৈনিক বার্তা ২৪ / ১৩ এপ্রিল ২০২০।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here